Press "Enter" to skip to content

বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে ঝাঁঝালো কণ্ঠে হুংকার ছাড়লেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কুলতলি : “কেন্দ্রের ফ্যাসনিবাদী বিজেপি ও রাজ্যের স্বৈরাচারী তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের পরাজিত করে আইএসএফ প্রার্থী মেঘনাদ হালদারকে লোকসভায় পাঠানো”র প্রার্থনা করলেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি।

মঙ্গলবার কুলতলির মেরিগঞ্জ-১ কয়ালের চকে জয়নগর লোকসভার আইএসএফ প্রার্থী মেঘনাদ হালদারের সমর্থনে জনসভায় এসে ঝাঁঝালো কণ্ঠে আক্রমণ শানান নওশাদ সিদ্দিকি।

তিনি এ দিন তীব্র দাবদহের মধ্যে আগত কয়েকহাজার মানুষকে কুনির্শ করে বলেন, “আপনারা দশবছর তৃণমূলকে লোকসভায় পাঠিয়েছেন। কিন্তু আপনার এলাকায় কোনো কাজ করেনি। এরা সিএএ নিয়ে মুখে বড় বড় কথা বলেন, অথচ লোকসভায় সিএএ নিয়ে ভোটাভুটিতে বিরত থাকেন।তৃণমূল, বিজেপি একে আরেকের সঙ্গে আছে। আর আপনাদের বোকা বানাচ্ছে।”

আইএসএফ চেয়ারম্যানের কথায়, “তাই এদের একটাও ভোট নয়।আপনাদের মনের কথা, কাজের কথা তুলে ধরতে মেঘনাদ হালদারকে একবার লোকসভায় পাঠান।”

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *