Press "Enter" to skip to content

জামুড়িয়ায় অবৈধ বালি কারবারিদের দৌরাত্ম্য অব্যাহত

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: জামুড়িয়ায় অবৈধ বালি কারবারিদের দৌরাত্ম অব্যাহত রয়েছে। কোনভাবেই লাগাম টানা যাচ্ছে না। আর তা নিয়ে বারবার উত্তপ্ত হচ্ছে জামুড়িয়ার অজয় নদী সংলগ্ন এলাকাগুলি।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অবৈধভাবে নদী থেকে বালি চুরি বন্ধ করতে হবে। জেলায় জেলায় পুলিশ প্রশাসনকে এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে হবে বলেও তিনি নির্দেশ দেন।

কিন্তু সেই নির্দেশ যে কোনভাবেই মানা হচ্ছে না, যা বারবার ঘটা এই ঘটনায় আরো একবার প্রমাণিত হল। অজয় নদ থেকে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি তোলার অভিযোগ এর আগেই উঠেছে। আর সেই বালি তোলার পরে, তা বড় বড় গাড়িতে বোঝাই করে, গ্রামের জনবহুল রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

যার ফলে এক দিকে গ্রামের রাস্তাঘাট হয়ে যাচ্ছে বেহাল। আর তার সাথেই যে কোনও মুহূর্তে দুর্ঘটনার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে বালি বোঝাই গাড়ি চলাচলের জন্য।

এইভাবে বহু দুর্ঘটনার ঘটনাও ঘটেছে জামুড়িয়ার অজয় নদ সংলগ্ন বিভিন্ন এলাকায়। এইসব বিষয় নিয়েই বালির অবৈধ কারবার বন্ধের দাবিতে বুধবার জামুড়িয়া থানার চিঁচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাল পাড়া এলাকার মহিলারা রাস্তায় নামেন। এদিন তারা রাস্তা অবরোধ করেন ও বালি ভর্তি বেশ কিছু গাড়িকে রাস্তায় আটকে দেন।

তারা দাবি করেন, অজয় নদী বাঁচানো ও এলাকা রাস্তাঘাট চলাচলযোগ্য করার দাবি জানাতে একটি কমিটি গঠন করেছেন। সেই কমিটির হয়ে তারা এই অন্যায় কাজের বিরোধীতা করছেন। এই দাবিতে এদিন যখন তাদের প্রতিরোধ আন্দোলন শুরু হয় , অভিযোগ সেই সময় এই বালি কারবারিদের বেশ কয়েকজন তাদের উপর চড়াও হয়। এই বিরোধকারীদের সরিয়ে দিতে তাদের সঙ্গে দুর্ব্যবহার করার পাশাপাশি মারধরও করা হয় বলে অভিযোগ। তাতে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকায় আসে জামুড়িয়া থানার পুলিশ।

এই ঘটনায় মেনকা গোপ নামে এক মহিলা গুরুতর আহত হন। আহত ওই মহিলাকে উদ্ধার করে স্থানীয় বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা করে বলেন, তার মাথায় ও চোখে আঘাত রয়েছে। জানা গেছে, এরপর ওই মহিলার আঘাত গুরুতর হওয়ায়, তাকে স্বাস্থ্য কেন্দ্র থেকে আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

আহত মহিলা দাবি করে বলেন, তারা যখন অজয় নদ থেকে বালি বোঝাই করে নিয়ে আসা বড় বড় গাড়ি গুলিকে গ্রামের রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার জন্য বিরোধিতা করছিলেন, তখনই তার উপর একদল লোক হামলা চালায়। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি একজনকে আটক করে নিয়ে যায়।

গ্রামবাসীরা বলেন, আরো বড় করে এই আন্দোলন করা হবে।
পুলিশ জানায়, একটা গন্ডগোল হয়েছিল। পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *