অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: পুরুলিয়ার বরাবাজার থানার সিন্ধ্রি এলাকায় কুমারী নদীর চর থেকে অজ্ঞাতপরিচয় তরুণীর পুঁতে রাখা দেহ উদ্ধার করেছে পুলিশ। খুনের সন্দেহে তদন্ত শুরু হয়েছে।
বুধবার সকালে তসরুবাকি ঘাটের পাশে স্থানীয় বাসিন্দারা নদীর বালিতে রক্তের দাগ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বালি সরিয়ে এক তরুণীর দেহ উদ্ধার করে। মৃতার পরনে ছিল জিন্স প্যান্ট ও জামা, গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল দেহটি।
পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে, তরুণীর বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে এবং এটি একটি পরিকল্পিত খুনের ঘটনা হতে পারে। মৃতদেহটি বালির নিচে লুকিয়ে রাখা হয়েছিল, যা প্রমাণ লোপাটের চেষ্টা বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত মৃতার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং স্থানীয় বাসিন্দারা এই ঘটনার দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।
Be First to Comment