অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: আসানসোল শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বণ্টন নিগমের আন্ডারগ্রাউন্ড কেবল বসানোর কাজ চললেও এখনো অনেক রাস্তা খোঁড়াখুঁড়ির অবস্থায় পড়ে রয়েছে। ফলে সড়ক মেরামত সম্ভব হয়নি, যার কারণে স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই পরিস্থিতি নিয়ে মঙ্গলবার আসানসোল পুরনিগমে মেয়র বিধান উপাধ্যায়ের নেতৃত্বে বৈঠক হয়, যেখানে রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় ও পুরনিগমের ইঞ্জিনিয়াররা। মেয়র বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের দ্রুত অসম্পূর্ণ কাজ শেষ করার নির্দেশ দেন। পুরনিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সাত দিনের মধ্যে বাকি রাস্তাগুলোর কাজ সম্পন্ন করতে হবে, যাতে রাস্তা মেরামত শুরু করা যায়।
মেয়র বিধান উপাধ্যায় জানান, দুর্গাপূজার আগে থেকেই কেবল বসানোর কাজ শুরু হয়েছিল, কিন্তু এখনো কিছু গুরুত্বপূর্ণ রাস্তার কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। বিশেষ করে এসবি গড়াই রোড ও রহমতনগর রোডের কাজ শেষ হয়নি। দ্রুততার সঙ্গে এই কাজ শেষ করার জন্য বিদ্যুৎ দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

রাস্তা সংস্কারের জন্য ইতিমধ্যেই ৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র। স্থানীয়দের আশা, দ্রুত কাজ সম্পন্ন হলে রাস্তাঘাটের দুরবস্থা থেকে মুক্তি মিলবে।




Be First to Comment