Press "Enter" to skip to content

আসানসোল পুরনিগমের উদ্যোগে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী পালন

আসানসোল : দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রয়াত শিক্ষাবিদ ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে আসানসোল পুরনিগমের আশুতোষ হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেই অনুষ্ঠানে তার ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ পুরকর্মীরা ।

অনুষ্ঠানে মেয়র বিধান উপাধ্যায় বলেন, এদিন একইসঙ্গে শিক্ষক দিবস ও ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পালন করা হয়। ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের মতো একজন মহান ব্যক্তি জন্ম নিয়েছেন, যা আমাদের জন্য গর্বের বিষয়।

এই উপলক্ষে, আসানসোল পুরনিগমের তরফে বিবেকানন্দ হাসপাতালের সহযোগিতায় একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। মেয়র এদিন একইসঙ্গে শিক্ষক দিবসে শিক্ষকদের শ্রদ্ধা জানান।

এই অনুষ্ঠানে অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, এটা আমাদের দেশের জন্য গর্বের বিষয় যে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণানের মতো মহাপুরুষ ভারতে জন্মগ্রহণ করেছিলেন। ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডঃ জগদীশ চন্দ্র বসু ও আচার্য প্রফুল্ল চন্দ্র রায়েরা এমন ছিলেন যারা আমাদের দেশ ও জাতিকে একটি নতুন দিশা দিয়েছিলেন।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *