Press "Enter" to skip to content

সরকারি উদ্যেগে সুন্দরবনের হস্তশিল্পীদের পরিচয়পত্র প্রদান ও প্রশিক্ষণ শিবির হয়ে গেল বাসন্তীর কুলতলিতে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন : পিছিয়ে পড়া সুন্দরবনের হস্তশিল্পীদের পরিচয়পত্র, প্রশিক্ষণ ও মার্কেটিংয়ের ব্যবস্থা করে দিতে এবার এগিয়ে এল কেন্দ্রীয় সরকারের বস্ত্রমন্ত্রকের অধীনস্থ ডেভলপমেন্ট কমিশন হ্যান্ডি ক্রাফটের পূর্বাঞ্চল শাখা।

সুন্দরবন বিশ্বের ঐতিহ্যমন্ডিত স্থান,পৃথিবীর সেরা বাদাবন। কমবেশি ৫০ লক্ষ মানুষের বাসভূমি। এখানকার মানুষের একমাত্র জীবিকা ধান চাষ, তাঁর পাশাপাশি একাংশের মানুষ মাছ চাষ ও হস্ত শিল্পের সঙ্গে যুক্ত থেকে জীবিকা নির্বাহ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ সমগ্র সুন্দরবনে কোথাও শিল্প কলকারখানা গড়ে ওঠেনি, বিকল্প কর্মসংস্থান নেই।

গ্রামের মহিলারা জরি শিল্পের মাধ্যমে নিজেদের রুটিরুজির পথ বেছে নিয়েছে। কারণ আজ সুন্দরবনের বহু গ্রামে পুরুষদের কোনো কাজ নেই। কাজের সন্ধানে বহু পুরুষ ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছে। তাই সংসার চালাতে এক প্রকার বাধ্য হয়ে মহিলারা একদিকে জীবনের ঝুঁকি নিয়ে বাগদার মিন ধরা, অন্য দিকে জরি শিল্পে কাজ করে জীবিকা নির্বাহ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছে বেশির ভাগ হস্তশিল্পীরা কারণ কিছু মধ্যসত্ত্ব ভোগী দালালরা মাঝখান থেকে শ্রমিকের মজুরিতে ভাগ বসাচ্ছে।

সুন্দরবনের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কুলতলি মিলন তীর্থ সোসাইটির কর্ণধার সমাজকর্মী লোকমান মোল্লা কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের অধীনস্থ ডেভেলপমেন্ট কমিশনার হ্যান্ডি ক্রাফট এর পূর্বাঞ্চল শাখার অধিকর্তা সঞ্জীব কুমারের সঙ্গে যোগাযোগ করে, তাঁদের পরিচয়পত্র-সহ বিভিন্ন প্রকার প্রশিক্ষণ ও সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করে।

শুক্রবার কুলতলির মিলন তীর্থ সোসাইটির ট্রেনিং হলে সুন্দরবন এলাকার পাঁচ শতাধিক হস্তশিল্পীকে নিয়ে তাই বিশেষ সচেতনতা শিবির , পরিচয় পত্র প্রদান, প্রশিক্ষণ, ও মার্কেটিং সংক্রান্ত বিশেষ শিবির হয়ে গেল। প্রবল বর্ষন উপেক্ষা করে সুন্দরবনের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা তাদের নিজস্ব প্রোডাক্ট-সহ উপস্থিত ছিলেন এখানে।

এদিন এই শিবিরের উদ্বোধন করে হস্তশিল্প উন্নয়ন পূর্বাঞ্চল অধিকর্তা সন্দীপকুমার বলেন, যে সমস্ত হস্তশিল্পীরা আবেদন করবে তাদের পরিচয়পত্র তুলে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ প্রযুক্তি ও মার্কেটিংয়ের ব্যবস্থা-সহ একাধিক সুবিধা হস্ত শিল্পীরা গ্রহণ করতে পারবে।

এদিন এছাড়া উপস্থিত ছিলেন কুলতলি মিলন তীর্থ সোসাইটির সভাপতি লোকমান মোল্লা, ডিসি হ্যান্ডি ক্রাফটের অধিকর্তা সুদর্শন দাস, সোসাইটির সম্পাদক অচিন্ত দিন্ডা সহ আরো অনেকে। এ দিন দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা জেলার ৫০০ জনের পরিচয়পত্র তুলে দেওয়া হয়।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *