মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বাসিন্দারা। নিজস্ব ছবি
অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: আসানসোলের “আপকার গার্ডেন” এলাকা শহরের আভিজাত এলাকা হলেও যত্রতত্র খাটাল থাকাতে এলাকার বাসিন্দারা এক অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতিতে বসবাস করছেন।
সম্প্রতি আসানসোল রবীন্দ্র ভবনে স্বাস্থ্য ও পরিবেশ দূষণ নিয়ে এক আলোচনা চক্রে আপকার গার্ডেনের বাসিন্দারা আসানসোল পুরনিগমের স্বাস্থ্য দফতরের মেয়র পরিষদের সদস্যকে অভিযোগ জানিয়েছিলেন |
কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ না করাতে বুধবার মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাঁদের এলাকার অস্বস্তিকর পরিবেশের সমাধান করার দাবি করেন।
বাসিন্দাদের বক্তব্য, তাঁদের এলাকায় খাটালে বসবাসকারীরা সবসময় অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, রাস্তা দিয়ে দুর্গন্ধের কারণে যাতায়াতের অসুবিধা হয়, দুপুরের সময় বাড়ির মহিলারা একা থাকার সময় গালিগালাজ করতে থাকে এক দুর্বিষহ অস্বস্তিকর পরিস্থিতিতে তাঁরা বাস করছেন | তাঁরা জানান, মেয়র তাঁদের আশ্বস্ত করেছেন সঠিক পদক্ষেপ গ্রহণ করার।
Be First to Comment