রানিগঞ্জ : ৬০ নম্বর জাতীয় সড়কে ২টি ১০ চাকা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ । এই ঘটনায় আহত হয়েছেন দুই ট্রাকের দুই চালক। সংঘর্ষের পরে দুটি ট্রাকের চালক আটকে পড়েন কেবিনের মধ্যে।
সোমবার সন্ধ্যায় আসানসোলের রানিগঞ্জ থানার ইসিএলের কুনুস্তোরিয়াপ কোলিয়ারির ৩ নম্বর পিটের কাছে জাতীয় সড়কে এই ঘটনা ঘটেছে। রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ি ও রানিগঞ্জ ট্রাফিক গার্ড পুলিশ খবর পেয়ে এলাকায় আসে।
ট্রাকের কেবিন কেটে কোনক্রমে আটকে থাকা চালকদের উদ্ধার করতে তৎপর হয় পুলিশ। পুলিশের বিশাল বাহিনীকে নামানো হয় উদ্ধারের কাজে। গ্যাস কাটার দিয়ে কেটে ফেলা হয় কেবিনের অংশ। টেনে বার করা হয় কেবিনটিকে। এক ঘণ্টার চেষ্টায় হাইড্রোলিক ক্রেন দিয়ে উদ্ধার করা হয় চালকদেরকে।

স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, কালভার্টে উপরে সম্ভবত দৃশ্যমানতার অভাবে ও সংকীর্ণ রাস্তার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। জানা গেছে একটি ট্রাকের মধ্যে লোহা বোঝাই ছিল। যেটি রানিগঞ্জ থেকে জামুড়িয়ার দিকে যাচ্ছিল। আর অন্য ট্রাকে মধ্যে কয়লা বোঝাই ছিল। এই ট্রাকটি জামুরিয়া থেকে রানিগঞ্জের দিকে যাচ্ছিল।
কেবিনে আটকে থাকা দুটি ট্রাকের চালকই গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। দুজনকেই নিয়ে যাওয়া হয়েছে আসানসোল জেলা হাসপাতালে।

এই ঘটনার পরে জাতীয় সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ বাহিনী জাতীয় সড়কে আটকে থাকা দুটি পণ্যবাহী ট্রাককে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। খবর পেয়ে এলাকায় আসেন আসানসোল দূর্গাপুর পুলিশের এডিসিপি (ট্রাফিক) প্রদীপ মন্ডল সহ পুলিশের অন্যান্য আধিকারিকেরা। পুলিশ আধিকারিকদের অনুমান, সরু রাস্তার জেরে চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।




Be First to Comment