Press "Enter" to skip to content

সরকারি জমিতে দোকান নিয়ে দুপক্ষের সংঘর্ষ, রণক্ষেত্র কুলটি’র পরিস্থিতি সামলাতে পুলিশ

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: কুলটি থানা এলাকার শীতলপুর মোড়ে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রবিবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । সরকারি জমি অবৈধভাবে দখলের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এনিয়ে বিরোধ এতটাই বেড়ে যায় যে উভয় পক্ষ একে অপরের উপর আক্রমণ করে। একে অপরের দিকে পাথর ছুঁড়তে শুরু করে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়, শেষ পর্যন্ত কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় আসে ও পরিস্থিতি সামাল দেয়।

এই ঘটনা সম্পর্কে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রথমে সরকারি জমিতে অবৈধভাবে দোকান তৈরি করা নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পক্ষ তারা দোকান করবে। অন্য পক্ষেরও দাবি, তারাও দোকান তৈরি করববে। পরে সেই তর্ক-বিতর্ক মারামারি পর্যন্ত গড়ায়। উত্তেজিত লোকেরা একে অপরের দিকে পাথর ছুঁড়তে শুরু করে। তাতে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই গুরুতর বলে জানা গেছে। এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানদার এবং ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে দেন। পুলিশ সকলকে শান্তি বজায় রাখার আবেদন জানায়।

এই প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক জানিয়ে দেন, কেউ উত্তেজনা ছড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একটা জমিতে দোকান তৈরি করা নিয়ে দুই পক্ষের মধ্যে গন্ডগোল হয়। একে অপরকে লক্ষ্য করে ইট ছোঁড়ে। বড় কোন ঘটনা ঘটার আগেই পুলিশ পরিস্থিতি সামাল দিয়েছে।

এদিকে, রাতের ঘটনার পরে সোমবার সকালে গোটা এলাকায় উত্তেজনা ছিল বেশ থমথমে । নতুন করে যাতে, আর কোনও কিছু না হয়, তারজন্য এলাকায় পুলিশের টহল ছিল।

জানা গেছে, দু’পক্ষই এই ঘটনা নিয়ে কুলটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ তদন্ত শুরু করলেও, কাউকে এখনো গ্রেফতার করেনি।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *