Press "Enter" to skip to content

জীবন্ত রামলালা! সালানপুর এলাকার দুই মেকআপ আর্টিস্ট রামলালার জীবন্ত মডেল তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল: অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর দেশবাসীর মধ্যে উন্মাদনা সৃষ্টি হয়েছে । একদিকে ভক্তিভাব, অন্যদিকে পর্যটন। রামমন্দির ও রামলালাকে একবার দর্শন করার জন্য উন্মুখ দেশবাসী। তাই মানুষের কাছে নয়া ডেস্টিনেশন হয়ে উঠেছে অযোধ্যার রাম মন্দির।

এরই মাঝে অন্যতম আকর্ষণ আসানসোলে জীবন্ত রামলালা। সালানপুর এলাকার দুই মেকআপ আর্টিস্ট এই রামলালার জীবন্ত মডেল তৈরি করে তাক লাগিয়ে দিলেন ৷

হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি ৷ এই জীবন্ত মডেল দেখে ঝোঝা যাবে না সেটি মূর্তি নয় ৷

ঠিক রামলারার উদ্বোধনের পর সোশ্যাল মিডিয়ায় যেমন একটি জিআইএফ ফাইল ভাইরাল হয়েছিল ৷ সেই ভাইরাল জিআইএফ ভিডিয়োতে দেখা গিয়েছিল শিশু রামলালা চোখের পলক ফেলছেন আর মুচকি হাসছেন ৷

আসানসোলেও ঠিক যেন অযোধ্যার রাম মন্দিরের রামলালার প্রতিমূর্তি ৷ জীবন্ত রামলালার এই মডেল গড়ে চমকে দিয়েছেন আসানসোলের দম্পতি আশিস কুণ্ডু এবং তাঁর স্ত্রী রুবি কুণ্ডু ।

তাঁরা দু’জনেই প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। এর পাশাপাশি আশিস কুন্ডু নিজেই নানান মডেল তৈরি করেন । মেকআপ করার পাশাপাশি বিভিন্ন মডেল সাজিয়ে তাঁদের ফটোশুট করেন এই দম্পতি।

সম্প্রতি তাঁরা ভেবেছিলেন রামলালার মডেল বানালে কেমন হয় । যেমন ভাবা তেমনি কাজ । একটি ঝাঁ চকচকে মেকআপ স্টুডিও রয়েছে এই দম্পতির । সেখানেই রামলালার জীবন্ত মূর্তিটি তৈরি করেছেন ৷

আসানসোলের মহিশীলার আবির দে নামের এক কিশোরকে রামলালা রূপে সাজিয়েছেন এই দম্পতি ।

এরপর প্রায় চার ঘণ্টা ধরে টানা মেকআপের পরে রামলালার অবিকল মডেল তৈরি করেছেন । যদিও রামলালা মডেলের জন্য গহনা থেকে শুরু করে তার পিছনের সেট ও অন্যান্য নানান কিছু তৈরি করতে তাঁদের এক মাসের বেশি সময় লেগেছে বলে জানিয়েছেন এই দম্পতি ।

মেকআপ শিল্পী আশিস জানান, প্লাইউড, সাদা সিমেন্ট, মার্কিন কাপড় থেকে শুরু করে টায়ারের টিউব, মাটির ছোট ছোট গহনা ও মূর্তি এবং বিভিন্ন রকমের রং দিয়ে রামলালাকে ফুটিয়ে তুলেছেন । একেবারে কালো রঙের অযোধ্যার রামলালার মূর্তি ৷

এই দম্পতির বিশ্বাস প্রভু রামের কৃপা না পেলে এই কাজ সম্ভব হত না। ইতিমধ্যেই তাদের এই রামলালার মূর্তির ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে । আগে রাধাকৃষ্ণ থেকে শুরু করে সরস্বতী, আরও নানান ধরনের জীবন্ত মডেল বানালেও, এই রামলালার মূর্তি তাঁদের জনপ্রিয়তা এনে দিয়েছে।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *