উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সোনারপুর: বেহাল রাস্তায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত দুই, আহত এক। পলাতক ঘাতক গাড়ি। এলাকায় চাঞ্চল্য। মৃতদেহ রাস্তায় রেখে পথ অবরোধ স্থানীয় মানুষের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেল, শুক্রবার সকালে সোনারপুর থানার রাজপুর কালীতলায় বেহাল রাস্তায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজন বাইক আরোহীর। আহত এক। জানা যায়, বাইকে করে এদিন দুজন যুবক কালীতলা মোড় হয়ে রাজপুরের দিকে যাচ্ছিল । তখন এই দুর্ঘটনা ঘটে, তবে কোনো চার চাকার গাড়ি সম্ভবত এই বাইকটিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। আর অতিরিক্ত রক্তক্ষরণে বাইক চালক ও আরোহীর মৃত্যু ঘটে। মৃত দুজন হল বিকি ও দেবাঞ্জন মজুমদার। দুজনেরই বাড়ি রাজপুর এলাকায়। আর এই ঘটনায় আহত হন এক পথ চালক। তাঁর চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে।
এই ঘটনার খবর পেয়ে ঘাতক গাড়ি-সহ চালকের গ্রেফতারের দাবিতে স্থানীয়রা রাস্তা অবরোধ করে। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সোনারপুর থানার পুলিশ। ঘাতক গাড়ি ও চালককে গ্রেফতারের প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেন অবরোধ কারীরা। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্তের কাজ শুরু করেছে।এব্যাপারে স্থানীয় মানুষজনের দাবি, বেহাল রাস্তা দ্রুত সংস্কার করতে হবে।
Be First to Comment