Press "Enter" to skip to content

কর্মসংস্থানের পথ তৈরিতে দুদিনের মেগা জব ফেয়ার হয়ে গেল সোনারপুরে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের পথ তৈরিতে এগিয়ে এল আই আই এফ, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি এবং আলিয়া বিশ্ববিদ্যালয়।

মূলত তাদের উদ্যোগে সোনারপুর থানার দক্ষিন গোবিন্দপুরের স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কনফারেন্স হলে দুদিনের মেগা জব ফেয়ার হয়ে গেল এমপ্লয়মেন্ট অপরচুনিটি ২০২৫ শিরোনামে। দুদিনের এই মেলার আয়োজক ছিলেন স্বামী বিবেকানন্দ ইনস্টিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজির মেকানিক্যাল ডিপার্টমেন্ট।

এই মেলার দুদিনে ৪০০ জন ছাত্রছাত্রী সফলভাবে অংশগ্রহণ করেন। বুধবার এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন আইআইএফের কলকাতার এক্সিকিউটিভ ডিরেক্টর ডঃ অভিষিক্তা রায় চৌধুরী,চেয়ারম্যান ড: সুকমল ঘোষ,পূর্বাঞ্চল বিভাগের চেয়ারম্যান গৌতম দত্ত,কলকাতা বিভাগের সম্পাদক সোমনাথ দাস,পূর্বাঞ্চল বিভাগের সম্পাদক রঞ্জন গুহ,কলকাতা বিভাগের ভাইস চেয়ারম্যান ড: মুকানদর সেখ,পূর্বাঞ্চল বিভাগের ভাইস চেয়ারম্যান ড: শামিম হায়দার সহ আরো অনেকে।দুদিনে ২০ টি কোম্পানীর এইচ আর ও আই আই এফের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

দুদিনের এই মেলায় আগত কোম্পানীদের তরফে ছাত্র ছাএীদের চাকরীর ইন্টারভিউ নেওয়া হয়।

এব্যাপারে আই আই এফের কলকাতা বিভাগের সম্পাদক ড: সোমনাথ দাস বলেন,রাজ্যের বেকার যুবক যুবতীদের যাতে চাকুরীর জন্য ভিন রাজ্যে যেতে না হয়। তাঁরা যাতে নিজের রাজ্যে ভালো চাকরি করতে পারেন সেই উদ্দেশ্যে কর্মসংস্থানের পথকে সুগম করতে আমাদের এই মেলার আয়োজন করা হয়েছিলো। আগামী দিনে আরো বড় ভাবে আমরা এই মেলার উদ্যোগ নেব।বৃহস্পতিবার এই মেলা শেষ হয়।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *