অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: আসানসোলের রবীন্দ্র ভবনে শুক্রবার থেকে শুরু হলো দুদিনের “আসানসোল সঙ্গীত উৎসব “।
রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের সহযোগিতায় এই সঙ্গীত উৎসবের আয়োজন করছে আসানসোল সংস্কৃতি মঞ্চ।
শুক্রবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে প্রথম বছরের “আসানসোল সঙ্গীত উৎসব” র উদ্বোধন করেন রাজ্য পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন এবং আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক।
এছাড়াও ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায়।

উদ্বোধনী ভাষনে মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, গত বিধান সভা অধিবেশনে মন্ত্রী মলয় ঘটক আমাকে আসানসোলে একটা সঙ্গীত উৎসব আয়োজন করা যায় কি না, তা দেখতে বলেছিলেন। আমি এরপর আলোচনা করে দুদিনের আসানসোল সঙ্গীত উৎসব করার জন্য মলয় ঘটককে বলি। দুদিনের এই উৎসবে কলকাতার পাশাপাশি স্থানীয় শিল্পীরাও তাদের প্রতিভা তুলে ধরার জন্য একটা মঞ্চ পাবেন। আমার আশা, এর মধ্যে দিয়েই আগামী দিনে ভালো শিল্পী তৈরি হবে।
তিনি আরো বলেন, এই প্রথমবার আসানসোলে হতে চলেছে চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল বা শিশু চলচ্চিত্র উৎসব। তা হবে আগামী ২১, ২২ ও ২৩ মার্চ। এর উদ্যোক্তা রাজ্য তথ্য ও সংস্কৃতি বিভাগের শিশু কিশোর একাডেমি।
রাজ্য সরকারের উদ্যোগে প্রতি বছর গোটা বাংলায় চারটি শিশু চলচ্চিত্র উৎসব হয়ে। কলকাতা ও শিলিগুড়িতে একটি করে হয়৷ বাকি দুটি হয় অন্য জেলায়। এই বছর তার মধ্যে একটা আসানসোলে করা হচ্ছে।
তিনি বলেন, যারা ১৮ বছরের নিচে তাদের জন্য এই শিশু চলচ্চিত্র উৎসব। অর্থাৎ এরা কেউ ভোটার নয়। কেউ আগামী লোকসভা বা বিধান সভা নির্বাচনে ভোট দেবেনা। তার দাবি, ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোন রাজনীতির রং না দেখে বাংলার মানুষদের জন্য ৯৬ টি সরকারি প্রকল্প চালাচ্ছে।
মন্ত্রী মলয় ঘটক আসানসোল সঙ্গীত উৎসব ও পরে তিনদিনের শিশু চলচ্চিত্র উৎসব আসানসোলে করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী ইন্দ্রনীল সেনকে ধন্যবাদ জানান।
দুদিনের আসানসোল সঙ্গীত উৎসবে ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, তৃষা পাড়ুই, সুজয় ভৌমিক, অরিত্র দাসগুপ্ত ও ঐতিহ্য রায়ের পাশাপাশি স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করবেন বলে উদ্যোক্তাদের তরফে বলা হয়েছে।




Be First to Comment