উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : জয়নগরের পর এবার ক্যানিং এ মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু ঘটলো দুটি শিশুর।
সোমবার সকালে জয়নগর লোকসভার ক্যানিং পূর্ব বিধানসভার জীবনতলা থানার আঠারোবাকি গ্রাম পঞ্চায়েতের কুমিরমারি গ্রামে একটি মামাতো ও পিসতুতো ভাইবোন খেলা করছিল।বাড়ির অন্যরা কেউ তখন ঘরে ছিল না। আর আচমকা মাটির দেওয়াল ভেঙে পড়ে তাদের ওপর।
আশে পাশের মানুষেরা এসে মাটি সরিয়ে দুটি শিশুকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।

মৃত শিশু দুটির বয়স তিন ও ছয় বছর। পুলিশ মৃতদেহ উদ্ধার করে আজই ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে।




Be First to Comment