Press "Enter" to skip to content

বাসন্তীতে আইসিডিএস স্কুলের অ্যাসবেস্টর ভেঙে আহত দুই শিশু

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : বৃহস্পতিবার সকালে বাসন্তীতে আইসিডিএস স্কুলের অ্যাসবেস্টর ভেঙে আহত দুটি শিশু।বাসন্তী থানার ভরতগড় গ্রাম পঞ্চায়েতের চার নম্বর গোড়ানবস এলাকার ১৬৩ নম্বর আইসিডিএস স্কুলের অ্যাসবেস্টর ভেঙে এদিন আহত হল দুটি শিশু।

খবর পেয়ে তড়িঘড়ি স্থানীয় মানুষজন ছুটে এসে সেখান থেকে শিশুদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে।আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।অভিযোগ উঠেছে,বারংবার জানানো সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে এই স্কুলের ঘর মেরামত করে দেওয়া হয়নি, তাঁর ফলেই এই ঘটনা ঘটেছে।

জানা যায় ,প্রাথমিক চিকিৎসার পর ওই শিশুদের ছেড়ে দেওয়া হয়েছে। অ্যাসবেস্টস ভেঙে পড়ায় স্কুলের রাঁধুনি হাতে চোট হয়েছে। এক শিশুর অভিভাবক বলেন, গ্রামের মানুষরাই চাঁদা তুলে রান্নার হাঁড়ি-কড়াইয়ের ব্যবস্থা করেছেন, কিন্তু রান্নার মান ভালো নয় , স্কুলের অবস্থাও ভালো নয়। রান্না এবং পড়াশোনা একই জায়গায় হয়।

এদিন অ্যাসবেস্টস ভেঙে পড়ে চাপা পড়ে দুটি শিশু। সেই সঙ্গে চাপা পড়ে রান্নার জিনিসও। শিশুদের স্থানীয় মানুষ জন বের করেন। লক্ষণীয় বিষয়,স্কুলের ভিতরটাকে গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেখানেই মজুত থাকে চাল সহ আনাজ। শিশুদের পড়াশোনা চলে উঠোনে।

এদিনের এই ঘটনায় কোনও শিশু গুরুতর জখম হয়নি তা শুধুই ভাগ্যক্রমে। এ বিষয়ে বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল বলেন, বাসন্তীতে একটি ঘটনা ঘটেছে এতে কোন কেউ আহত হয়নি। মিথ্যা রটনা হচ্ছে।প্রশাসন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করবে।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *