নিজস্ব সংবাদদাতা, সালানপুর: বড়সড় চুরির ঘটনা সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর ফাঁড়ির অধীনে ধাগুড়ি গ্রামে!
ধাগুড়ি গ্রামের মধ্যে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। জানা যায়, ধাগুড়ি গ্রামের নয়ন মাজির বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। সপরিবারে আত্মীয়র বাড়ি গিয়েছিলেন তিনি। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন বাইরের দরজার তালা ভাঙা ও ঘরের তালাও ভাঙা। এই অবস্থায় ঘরের ভেতর ঢুকে দেখেন আলমারি, খাট সমস্ত কিছু দুষ্কৃতীরা এলোমেলো করে রেখেছে। আলমারির ভিতরে থাকা সোনার গয়না, নগদ অর্থ সমস্ত নিয়ে চম্পট দেয় চোরের দল।
গ্রামের মধ্যে এই ধরনের চুরিতে হতবাক স্থানীয় বাসিন্দারা। সালানপুর থানার রূপনারায়ণপুর পুলিশ জোরকদমে তদন্তে শুরু করেছে।
এ দিকে, রূপনারায়ণপুরের ঘোষপাড়াতেও এক ব্যক্তির বাড়িতে চুরি | রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়ি অন্তর্গত বিডিও অফিস সংলগ্ন ঘোষপাড়ায় ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে আরও একটি চুরির ঘটনা সামনে এসেছে। জানা যায়, ঘোষপাড়ার বাসিন্দা সুবীর মণ্ডলের বাড়িতে চুরি হয়।۔তিনদিন আগে তাঁরা সপরিবার আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন।বাড়ি ফিরে দেখেন চোর তাঁর বাড়ির তালা ভেঙে আলমারি খুলে কিছু গয়না ও নগদ অর্থ নিয়ে চম্পট দিয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ তদন্ত শুরু করেছে।
Be First to Comment