অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা : জামুরিয়া থানার পুলিশ ১০০ গ্রাম হেরোইন-সহ দুজনকে গ্রেফতার করল। ধৃতদেরকে শনিবার আসানসোল আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন নাকচ করে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
ধৃতরা হল বছর ৪৭ এর আসানসোল দক্ষিণ থানার হটন রোডের বাসিন্দা তোকির খান ও বছর ৪২-এর জামুড়িয়া থানার নিংঘার বাসিন্দা চন্দন সাউ। জানা গেছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অতর্কিতে অভিযান চালিয়ে জামুরিয়া থানার চাঁদা মোড়ের কাছে ১৯ নং জাতীয় সড়কে এই দুজনকে মাদক সহ ধরা হয়েছে। জামুরিয়া থানার ওসি সৌমেন্দ্রনাথ সিং ঠাকুর ও এক প্রশাসনের অফিসারের উপস্থিতিতে শ্রীপুর ফাঁড়ির ইনচার্জ মেহেরাজ আনসারির নেতৃত্বে পুলিশ এই তল্লাশি চালায় চালায়।
জানা গেছে, দুর্গাপুর থেকে আসানসোলের দিকে একটি মোটরবাইক করে তোকির খান ও চন্দন সাউ যাচ্ছিল। চাঁদা মোড়ের কাছে পুলিশ তাদেরকে আটকায়। তল্লাশিতে পুলিশ মোটরবাইকে সিটের নিচে লুকিয়ে রাখা ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। একই সাথে তাদের দুটি মোবাইল ফোন ও মোটরবাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সম্পর্কে আরো সব তথ্য জানার চেষ্টা করবে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, ধৃতরা আন্তঃজেলা বা আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের সদস্য। এই চক্র অন্য কোথাও এই মাদক নিয়ে এসে বিভিন্ন জায়গায় পাচার করা হচ্ছিল। তবে ১০০ গ্রামের মতো হেরোইন ধরা পড়ায় স্বভাবতই পাচার চক্রের সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু জামুড়িয়া থানার পুলিশ অতি সক্রিয়তার সঙ্গে সেই হেরোইন পাচার হওয়ার আগেই ধরে ফেলে। বাজেয়াপ্ত করা মাদকের বর্তমান বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে।




Be First to Comment