অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, পুরুলিয়া: চাকরি দেওয়ার নাম করে টাকা কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার এক মহিলা ও তাঁর সহযোগী। মহিলার রাজনৈতিক পরিচয় নিয়ে ব্যাপক বিতর্ক।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত মহিলার নাম বর্ণালী দত্ত। তাঁর সহযোগী বিকাশ মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়। মহিলা পুরুলিয়া শহরের বাসিন্দা হলেও বিকাশ জেলার জয়পুরের বাসিন্দা বলে জানা গেছে। মঙ্গলবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশে হেফাজত হয।
জানা গিয়েছে, সোমবার ধৃতদের নামে পুরুলিয়া সদর থানায় লিখিত অভিযোগ করেন পুরুলিয়ার জয়পুরের বাসিন্দা শিশির রায় নামে এক ব্যাক্তি। তিনি বলেন চাকরি করে দেওয়ার নামে প্রায় লক্ষাধিক টাকা নেন অভিযুক্তরা। চাকরি অবশ্য হয়নি। বার বার বলেও যখন কিছু হয়নি তখন তিনি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। এরপরেই সদর থানার অভিযোগ করেন তিনি। অভিযোগের ভিত্তিতেই পুলিশ বর্ণালী দত্ত ও বিকাশ মুখোপাধ্যায়কে গ্রেফতার করে।

বর্ণালী বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত ছিলেন বলে জানা গেছে। কিছুদিন তিনি তৃণমূল করলেও সম্প্রতি দলের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না বলে দাবি করা হয়। এ প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, বর্নালী একটা সময় দলের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে দলের সঙ্গে ওঁর কোনো যোগাযোগ নেই। যদি কেউ দুর্নীতি বা বেনিয়ম করে থাকে দল তাঁর পাশে দাঁড়াবে না।
তবে বিরোধীদের কথা, তিনি তৃণমূলই করেন। তাই তো চাকরি দেওয়ার নাম করে প্রতারণায় চালিয়েছেন। চাপে পড়ে এখন অস্বীকার করছে তৃণমূল।




Be First to Comment