Press "Enter" to skip to content

আদিবাসীদের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা সুন্দরবনে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন : এ বছর বিরসা মুন্ডার জন্মদিনে নিজেদের সংস্কৃতি রক্ষার সংকল্প করলেন সুন্দরবনের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। মহা সমারোহে এ বছর বিরসা মুন্ডার ১৫০ তম জন্মবার্ষিকী পালন করছে সুন্দরবনের আদিবাসী সম্প্রদায়।

সুন্দরবন এলাকায় আদিবাসীদের আবির্ভাব ইংরেজ আমলের গোড়ার দিকে। তখন জঙ্গল হাসিল করার কাজ শুরু হলে, অসংখ্য ভারতীয় অস্ট্রিক জনগোষ্ঠীর মানুষেরা এখানে আসে। এইসব আদিবাসীদের মধ্যে রয়েছে সাঁওতাল, মুন্ডা, খাসিয়া, ওরাং, হো, সাবিও, ভূমিজ ও অন্যান্য সম্প্রদায়ের মানুষজন।

বিশেষজ্ঞদের মতে, পরবর্তীকালে বিভিন্ন আর্থ-সামাজিক পরিবর্তনের প্রভাবে মূল জনগোষ্ঠীর সঙ্গে মিশে যেতে থাকেন তাঁরা। ফলে এক প্রকার সংকট নেমে আসে পুরো আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে। শুরু হয় ভাষাগত পরিবর্তনও। বিভিন্ন কারণে সংস্কৃতিতেও প্রভাব পড়তে শুরু করে। সুন্দরবনে সাদরি ও মুন্ডারি ভাষার প্রভাব এখনও লক্ষ্য করা যায়।

তবে বর্তমান সময়ে আদিবাসী জনগোষ্ঠীর যুবকরা তাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে। ইউটিউব দেখে নিজেদের ভাষার গান নিজেরাই গাইছেন তাঁরা। সেই সঙ্গে নতুন গানও তৈরি করা হচ্ছে। নাচ-গানও শিখছেন তাঁরা ওইভাবেই। এই নতুন প্রচেষ্টাকে সাদরে গ্রহণ করছে সুন্দরবনের নব্য আদিবাসী সমাজ। ফলে যে ঐতিহ্য হারিয়ে যেতে বসেছিল তা ক্রমে ফিরে আসছে বলে মনে করছেন অনেকেই।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *