প্রবোধ দাস, পুরুলিয়া: ৭ দফা দাবিতে ৭২ ঘন্টা ব্যাপী ট্রাক ধর্মঘটের ডাক দিল পুরুলিয়া জেলা ট্রাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আজ, ১১ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর অর্থাৎ তিনদিন ব্যাপী চলবে এই ধর্মঘট ।
ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের ডাকে পুরুলিয়া জেলার ট্রাক মালিকরা এই ধর্মঘটে সামিল হয়েছেন । আজ সকাল থেকে রাস্তায় নামেনি কোনো ট্রাক । সকাল থেকেই পুরুলিয়া শহরের উপকন্ঠে পুরুলিয়া – বাঁকুড়া জাতীয় সড়কের পাশে জমায়েত করে প্রতিবাদ জানান ট্রাক মালিক ও চালকেরা ।
ওভারলোড বন্ধ, পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের অত্যাচারের প্রতিবাদ, গাড়ি বাতিলের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ২০ বছর করার দাবি, MVI এবং মোটর ভেহিক্যাল অফিসের দুর্নীতির অভিযোগ তুলে এই ধর্মঘটে সামিল হয়েছেন ট্রাক মালিক ও চালকেরা ।

ট্রাক মালিকেরা জানান, দীর্ঘদিন ধরে নানান সমস্যায় পড়তে হচ্ছে চালক এবং মালিকদের । তাই আজ তিনদিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। কোনরকম সদর্থক আশ্বাস না পেলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন ট্রাক মালিকরা ।




Be First to Comment