Press "Enter" to skip to content

জয়নগর মজিলপুর পুরসভায় তৃণমূলের ভোট বাড়লেও কমল বিজেপি, কংগ্রেস ও বামেদের

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : এবারের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গেছে। জয়নগর লোকসভা কেন্দ্রে গতবারের ভোটের মার্জিন অনেকটা বাড়িয়ে ৪ লক্ষ ৭০ হাজার ২১৯ ভোটের ব্যবধানে জয়ী হয়ে তৃতীয় বার সাংসদ হিসাবে দিল্লি গেলেন তৃণমূল কংগ্রেসের প্রতিমা মণ্ডল।তবে এই লোকসভার অধীন একটি মাত্র পুরসভা হল জয়নগর মজিলপুর পুরসভা।যা ১৫৪ বছরের প্রাচীন। দীর্ঘদিন এই পুরসভা জাতীয় কংগ্রেসের হাতে ছিলো। গত ২০২২ সালে এই পুরসভায় তৃণমূল ক্ষমতায় আসে। তবে রিগিং ও সন্ত্রাস করে তৃনমূল এই পুরসভা দখল করে বলে অভিযোগ।

গত ২০১৯ সালে এই পৌরসভা কংগ্রেস নেতৃত্বাধীন থাকা কালীন লোকসভা ভোটে কংগ্রেসের প্রার্থী থাকার পরেও বিজেপির ডা: অশোক কান্ডারী ২৬৩৫ ভোটে তৃনমূল কংগ্রেসের প্রতিমা মণ্ডলের চেয়ে বেশি ভোট পান এই পুরসভা থেকে।তিনি এই পুরসভা এলাকা থেকে লিড পান। এর পরে ২০২১ সালের বিধানসভা ও ২০২২ সালের পৌরসভার নির্বাচনে তৃণমূল লিড পায়।

যদিও ২০২২ সালে সন্ত্রাস, বুথ দখল করে তৃনমূল এই পৌরসভায় ক্ষমতায় আসার অভিযোগ ওঠে। তৃণমূলের দখলে বর্তমানে এই পুরসভার ১৪ টি ওয়ার্ডের ১২ টি ওয়ার্ড কংগ্রেস ও এসইউসিআই এর ১ টি করে ওয়ার্ড।

২০১৯ সালের সঙ্গে ২০২৪ সালের ভোটের তুলনা করে দেখা গেল বিজেপি,কংগ্রেস বামজোট কিংবা এস ইউ সি আই এর ভোট কমেছে। বেড়েছে তৃণমূল কংগ্রেসের ভোট।এই বারের নির্বাচনে প্রথম এসে বেশ কিছু ভোট পেয়েছে আইএসএফ। তাছাড়া নোটায় ভোট কমেছে।

গত ২০১৯ সালে এই পুরসভা এলাকায় বিজেপির প্রাপ্ত ভোট ছিলো ৮৩৯৭ টি ও তৃণমূলের ভোট ছিল ৫৭৬২ টি ভোট। আর এবারে বিজেপির প্রাপ্ত ভোট ৮১২২ টি ভোট, তৃণমূলের প্রাপ্ত ভোট ৮১৪৩ টি ভোট, এসইউসিআই এর প্রাপ্ত ভোট ৮৭৬ টি, কংগ্রেস বাম জোটের আর এসপির প্রাপ্ত ভোট ৬৯৮ টি, আইএসএফের প্রাপ্ত ভোট ৯৯ টি এবং নোটায় প্রাপ্ত ভোট ২০৪ টি ভোট।২০১৯ সালে বিজেপি ২৬৩৫ টি ভোটে লিড দিলেও এবারে এই পুরসভায় মাত্র ২১ ভোটে লিড পায় তৃণমূল কংগ্রেসের প্রতিমা মণ্ডল।

তবে এবারে এই পুরসভার ১৪ টি ওয়ার্ডের মধ্যে ৯ টি ওয়ার্ডে বিজেপি লিড পায়,৪ টি ওয়ার্ডে তৃণমূল লিড পায় এবং ১ টি ওয়ার্ডে তৃনমুল ও বিজেপি একটি একটি করে লিড পায়। মোট ২৭ টি বুথের মধ্যে ১৮ টি বিজেপি, ৯ টি তৃণমূল লিড পায়।এই পৌরসভার ২,৩,৪,৫,৭,৮,১০,১৩ও ১৪ নং ওয়ার্ড বিজেপি লিড পায় এবং তৃণমূল লিড পায় ১,৬,৯ ও ১২ নং ওয়ার্ডে এবং ১১ নং ওয়ার্ডে বিজেপি ও তৃণমূল একটা একটা করে লিড পায়।

তৃণমূলের ভোট বাড়লেও সামনে ২০২৭ সালে এই পৌরসভার ভোট আছে,তার আগে বিধানসভার নির্বাচন। তাই এই ভোটটাকে কতটা ধরে রেখে এগোতে পারবে তৃনমূল সেটাই দেখার।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *