উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সুন্দরবন : শেষ দফার শেষ ভোট প্রচারে সুন্দরবনের কাকদ্বীপে এসে কড়া ভাষায় তৃণমূলের বিরুদ্ধে বলে গেলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বুধবার দুপুরে তিনি কাকদ্বীপে মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকাইত ও জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডা: অশোক কান্ডারীর সমর্থনে এক জনসভায় আসেন।এদিন তিনি তাঁর ভাষণে বেশিরভাগ টাই তৃনমূলের দূর্নীতি সহ একাধিক বিষয় তুলে বিজেপিকে ভোট দেওয়ার আহবান জানালেন। আয়ুষ্মান ভারত-সহ একাধিক প্রকল্প নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে সংঘাত রয়েছে। তা নিয়ে কম রাজনৈতিক টানাপোড়েন হয়নি। শেষ দফার শেষ ভোটপ্রচারে মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কাকদ্বীপে দাঁড়িয়ে সেই ইস্যুতে পালটা আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী। দেশ তথা বাংলার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী যা করেন, তাতে বাধা দেওয়াই তৃণমূলের একমাত্র অস্ত্র বলেই খোঁচা তাঁর।
এদিন নরেন্দ্র মোদী বলেন, “তৃণমূল এবং ইন্ডিয়া জোট বাংলাকে উলটো পথে নিয়ে যাচ্ছে। বিজেপির প্রতি বাংলার ভালোবাসা তৃণমূল সহ্য করতে পারছে না। সেই জন্য ওরা খেপে গিয়েছে। কী সব বলে। বাংলার প্রতি তৃণমূলের ঘৃণা দেখতে পাওয়া যায়। ওদের কাছে একটাই অস্ত্র, এটা হতে দেবে না। বিকাশের জন্য মোদি যা করে, তৃণমূল বলে সেটা হতে দেবে না।”

বিভিন্ন প্রকল্পে কাটমানির অভিযোগ তুলে মোদি এদিন তৃণমূলকে আক্রমণ করেন। তাঁর তোপ, “আমরা সত্তরোর্ধ্বদের জন্য আয়ুষ্মান প্রকল্প এনেছি। কিন্তু তৃণমূল বলছে, বাংলায় হতে দেবে না।কেন্দ্র সরকার মৎস্য জীবীদের এত যোজনা চালাচ্ছে। কত টাকা দিয়েছি। কিন্তু তৃণমূল সেই সব যোজনা হতে দেয়নি। তৃণমূলের মানুষের জন্য কোনও সহানুভূতি নেই।শুধু ওদের তোলাবাজ এবং কাটমানি নিয়েই যত ভাবনা। তৃণমূলকে কি সাজা দেবেন না? মথুরাপুরে নদী কাটা বন্ধ করতে কেন্দ্র টাকা পাঠায়। তৃণমূল সেই টাকা খেয়ে নিয়েছে। তৃণমূলের সব কাজে কাটমানি চাই। বাচ্চাদের মিড ডে মিলেও কাটমানি চাই ওদের।”
এদিন ও মোদীর মন্তব্যে উঠে আসে রামকৃষ্ণ মিশনে হামলা, সন্তদের অপমান প্রসঙ্গও। তৃণমূল বাংলার অস্তিত্ব নষ্ট করতে চায় বলেই তার অভিযোগ। তাঁর কথায়, “তৃণমূল মঠ এবং সন্তদের অপমান করে। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম এবং ইসকনের মতো প্রতিষ্ঠানের সন্তদের অপমান করে গালি গালাজ দেয়। তৃণমূলের গুন্ডারা এই সব মঠে হামলা চালাচ্ছে।” শেষ দফার আগে রবীন্দ্র আবেগ উসকে কাকদ্বীপের সভা থেকে বাংলায় এবারের মতো লোকসভা প্রচার শেষ করেন মোদী।
এদিনের এই সভাতে সুন্দরবনের বহু এলাকা থেকে বহু মানুষ উপস্থিত ছিলেন।আর এদিনের সভায় বহু মহিলার উপস্থিতি দেখতে পাওয়া গেল।



Be First to Comment