উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, মথুরাপুর: মাত্র ৩৮ বছর বয়সে লোকসভার প্রার্থী শাসক তৃণমূল কংগ্রেসের বাপি হালদার। মথুরাপুর তফসিলি লোকসভা কেন্দ্রের প্রার্থী।
রায়দিঘি বিধানসভার মথুরাপুর-১ ব্লকের কৃষ্ণচন্দ্রপুর এলাকার সদিয়ালে বাড়ি, দীর্ঘদিন কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, সেখান থেকে গত পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ আসনে দাঁড়িয়ে জয়লাভ ও জেলা পরিষদের খাদ্য সরবরাহ দফতরের কর্মাধ্যক্ষের পাশাপাশি জেলা যুব তৃণমূলের সভাপতি। আর শেষ পর্যন্ত ২০২৪-এর লোকসভায় মথরাপুর তপসিলি কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার।
নাম ঘোষণার পরে গঙ্গাসাগরে কপিলমুনির মন্দিরে পুজো দিয়ে প্রচার কাজ শুরু। তার পর থেকে টানা ছুটে বেড়াচ্ছেন প্রচারের কাজে। তুলে ধরছেন মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার-সহ একাধিক প্রকল্পের কথা। বামনগাছি স্কুল মাঠ থেকে মথুরাপুর রেল স্টেশন পর্যন্ত পায়ে হেঁটে প্রচার করছেন।
তৃণমূল কংগ্রেসের প্রার্থীর দাবি, চার লক্ষ অধিক ভোটে জয়ী হবেন। জিতে সুন্দরবনের উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যাবেন। উল্লেখ্য, এই আসনে দীর্ঘ দিনের তৃণমূল কংগ্রেসের সাংসদ সিএম জাতুয়া বয়সজনিত কারণে এ বারে আর প্রার্থী হয়নি। তাই তাঁর জায়গায় নতুন মুখকে প্রার্থী করেছে এবার তৃণমূল কংগ্রেস। অপরদিকে বিজেপি এই আসনে এখনো পর্যন্ত কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি।
Be First to Comment