প্রবোধ দাস, পুরুলিয়া: বিজেপির ডাকা ১২ ঘন্টার বাংলা বনধের বিরোধিতায় দোকান পাঠ থেকে শুরু করে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বুধবার পুরুলিয়া জেলার হুড়া ব্লক এলাকায় পথে নামল হুড়া ব্লক তৃণমূল কংগ্রেস।
হুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ মাহাতো দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ দিন বাংলা বনধের দিন দুপুর প্রায় ৩টে নাগাদ লালপুর বাজার এলাকায় পথে নেমে দোকান পাঠ থেকে শুরু করে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার আহ্বান জানান দোকান ব্যবসায়ী ও গাড়ি চালকদের উদ্দ্যেশে।
যেখানে হুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ মাহাতোর সঙ্গে উপস্থিত ছিলেন হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দিপালী মাহাতো সহ পুরুলিয়া জেলা পরিষদ সদস্যা সুরোজমনি মান্ডি ও হুড়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি চন্দন দত্ত-সহ হুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা ও কর্মীরা।





Be First to Comment