অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, রানিগঞ্জ : লোকসভা নির্বাচনের মুখে দলবদল! রাজনৈতিক মহলে চাঞ্চল্য।
বুধবার পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জ ব্লকের তারবাংলা এলাকায় কংগ্রেস কার্যালয়ে প্রায় ১৫-১৬টি পরিবার তৃণমূল ও বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন ।
তাঁদের হাতে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী দলীয় পতাকা তুলে দিয়ে কংগ্রেসে তাঁদের স্বাগত জানান।

এ দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পামলু মজুমদার, প্রশান্ত পান্ডা, জেলা সম্পাদক সোমনাথ চট্টোপাধ্যায়, বীরেন্দর গুপ্তা ও রানিগঞ্জ ব্লকের নেতৃত্ব ও কংগ্রেসের কর্মীরা।




Be First to Comment