আসানসোল : দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের প্রয়াণে দেশ জুড়ে কংগ্রেস কর্মীরা শোকস্তব্ধ। আসানসোলেও কংগ্রেসের নেতা ও কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার সকালে আসানসোলের জিটি রোডের গির্জা মোড সংলগ্ন এলাকায় কংগ্রেসের জেলা পার্টি অফিসের সামনে ডঃ মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানাতে এক অনুষ্ঠান হয়। সেখানে প্রয়াত প্রধানমন্ত্রীর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কংগ্রেসের রাজ্য সম্পাদক প্রসেনজিৎ পুইতুন্ডি, ব্লক সভাপতি শাহ আলম সহ কংগ্রেসের নেতা ও কর্মীরা।
ড. মনমোহন সিংকে শ্রদ্ধা জানিয়ে নতুন শতাব্দীর ভারত নির্মাণে তার অবদানের কথা স্মরণ করে প্রসেনজিৎ পুইতুন্ডি ও শাহ আলম বলেন, ড. মনমোহন সিংয়ের প্রয়াণে ভারতের অপূরণীয় ক্ষতি হল। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এপিজে আবদুল কালামের মৃত্যুতে গোটা দেশ যেমন৷ শোকস্তব্ধ হয়েছিল, ঠিক তেমনি ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে গোটা দেশ শোক প্রকাশ করছে।

তাঁরা আরও বলেন, যিনি ভারতকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তুলেছেন, সেই তিনি ১০ বছর ধরে দেশের প্রধানমন্ত্রী ছিলেন। আজ বার্নপুর ইস্কো কারখানার বর্তমান চেহারা ও শহরের উন্নয়নে ড. মনমোহন সিংয়ের অবদান রয়েছে। বার্নপুরের মানুষ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে কোনোদিন ভুলতে পারবে না।




Be First to Comment