আসানসোল: গভীর জঙ্গল থেকে কাটা হচ্ছে গাছ। এই নিয়ে গভীর জঙ্গলের ভাবনাই বনদপ্তরের সেনাপতি আধিকারিকদের অন্তর্ভূক্ত তুমুল প্রতিবাদ আদিবাসী ২২মৌজার মানুষ।
আসানসোলের মাইথন সংলগ্ন এলাকায় গভীর বনাঞ্চল থেকে বিনা অনুমতিতে কেটে নেওয়া হচ্ছে গাছ।কিসের স্বার্থে এইসব গাছ কাটা হচ্ছে সেই প্রশ্ন তুলে কার্যত বনদপ্তরের আধিকারিকদের ঘিরে গভীর জঙ্গলে ঢুকে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ প্রতিবাদে নামলেন।
আসানসোলের হদলা অঞ্চলে রয়েছে ঘন জঙ্গল, আর এই জঙ্গলের আশেপাশে আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস ।তারা দীর্ঘদিন যাবৎ অভিযোগ জানিয়ে আসছেন। শেষ পর্যন্ত বনদপ্তরের আধিকারিকদের ডেকে গভীর জঙ্গলে প্রবেশ করে যেসব এলাকায় গাছ কাটা হচ্ছে, সেইসব এলাকায় গিয়ে কার্যত বনদপ্তরের আধিকারিকদের সামনেই বিক্ষোভ শুরু করেন আদিবাসীরা।তারা অভিযোগ করেন, এক শ্রেণীর জমি মাফিয়ারা জোর পূর্বক বনদপ্তরের জমি দখল করে চোরের মতন গাছ কেটে জমি ঘেরাও করছে।

এদিন তারা যখন বন দপ্তরের কর্মীদের নিয়ে জঙ্গলে গাছ কাটা দেখতে আসেন তখন ঘটনাস্থলে ধরা পড়ে রাজীব মুর্মূ নামক এক ব্যক্তি।তিনি জানান, চিত্ত মাঝি নামক এক ব্যক্তি এই কাজ করাচ্ছে। আর তার সঙ্গে রয়েছে বিমল গোরাই ও জাকির আনসারী।তারা এই অঞ্চলে পার্ক ও কটেজ করবে বলে এই জায়গা ক্রয় করেছে। আর তিনি তাদের আদেশে কাজ দেখাশুনা করছেন।ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিল কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ।



Be First to Comment