অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: আসানসোল শহর-সহ পুরনিগম এলাকায় টোটো চলাচলের রুট সহ একাধিক বিষয় নিয়ে মঙ্গলবার সকালে জেলাশাসকের নির্দেশে আসানসোল পুরনিগমের আলোচনা হল-এ পুরনিগম, পুলিশ ও প্রশাসনিক স্তরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের উপস্থিতিতে এই বৈঠকটি হয়।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর পুলিশের এডিসিপি( ট্রাফিক) প্রদীপ মন্ডল ও আরটিও।
পরে মেয়র বিধান উপাধ্যায় বলেন, আসানসোলে টোটোর রুট সহ একাধিক বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়েছে। সেখানে আমরা ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। কিছু দিন আগে জেলাশাসকের কাছে টোটো নিয়ে চিঠি পাঠানো হয়েছে পরিবহন দফতরের তরফে। আসানসোল শহর-সহ পুর এলাকা রানিগঞ্জ, জামুড়িয়া ও কুলটিতে টোটোর রুট, এই মুহূর্তে কত টোটো চলে তা জানতে চাওয়া হয়েছে। সেই মতো এই বৈঠকে রুট নিয়ে আলোচনা হয়েছে । এছাড়াও টোটোর সংখ্যা সম্পর্কে যে তথ্য চাওয়া হয়েছে তা নিয়েও আলোচনা করা হয়েছে। পুলিশ গোটা বিষয়টি দেখছে।
তারাই রুট ও টোটোর সংখ্যা জানাতে সমীক্ষা করবে। তারা সবকিছু দেবে। তারপর আবার বৈঠক করা হবে। এছাড়াও এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোনও নাবালক বা ১৮ বছরের নিচে কাউকে টোটো চালানোর অনুমতি দেওয়া হবে না। সব কিছু নিয়মানুযায়ী করতে হবে। টোটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়াও খুব শীঘ্রই শুরু হবে বলে জানান তিনি।
এদিনের বৈঠকে পুলিশের তরফে হটন রোড, জিটি রোড ও এসবি গড়াই রোডকে যানজট মুক্ত করার জন্য টোটো চলতে না দেওয়ার জন্য পুলিশের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, এদিন আসানসোল পুরনিগম এলাকা নিয়ে বৈঠক করা হয়েছে। এই রকম বৈঠক আগামীতে জেলার ব্লক স্তরেও করা হবে।
Be First to Comment