অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল : আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার আসানসোলের রবীন্দ্র ভবনে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম উপস্থিতিতে সেক্টর ও সহকারী সেক্টর অফিসারদের প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এই বিষয়ে জেলাশাসক তথা জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা ডিইও এস পোন্নাবলম বলেন, আসানসোল মহকুমার বিধানসভার সব সেক্টর ও সহকারী সেক্টর অফিসারদের এদিন প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এটি তাদের তৃতীয় প্রশিক্ষণ। এর আগে তাদের দুবার নির্বাচন কমিশনের নির্দেশ মতো প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যাতে ভোটের দিন কোন সমস্যা না হয় সেদিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে ভোটের দিন যেসব ফর্ম ফিলআপ ও ইভিএম নিয়ে কি কি করতে হবে, তা এদিন সেক্টর ও সহকারী সেক্টর অফিসারদের বোঝানো হয়েছে।




Be First to Comment