প্রবোধ দাস, পুরুলিয়া: বড়সড় ট্রেন দুর্ঘটনা পুরুলিয়ায়। চলন্ত অবস্থায় ট্রেনের ওভার হেড তার ছিঁড়ে বিপত্তি। ঘটনায় দুই রেল যাত্রী গুরুতর আহত। পুরুলিয়া সুইসা রেল স্টেশন এলাকার ঘটনা।
রেল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিল্লি -পুরী নীলাচন এক্সপ্রেস আজ সকালে দিল্লি থেকে পুরীগামী ওই ট্রেন রাঁচি দিক থেকে টাটা দিকে যাচ্ছিলো। সেই সময় রাঁচি রেল শাঁখা অন্তর্গত পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের সুইসা রেল স্টেশনে ট্রেনটি পার হতেই চলন্ত ট্রেনের হঠাৎ ইঞ্জিনের প্যান্টোগ্রাফ ভেঙে ওভার হেডের বিদ্যুতের তার ছিঁড়ে পরে।
এই অবস্থা ওই ট্রেনে থাকা দুই রেল যাত্রী ছেঁড়া তার থেকে গুরুতর আহত হন। ঘটনা স্থলেই রক্তাক্ত হন তাঁরা। গোটা ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পর ঘটনা খবর রেলেদপ্তরে দেওয়া হলে প্রায় এক ঘন্টার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে ওভার হেড তার ছিঁড়ে পড়ায় ওই রেল পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এদিন যুদ্ধকালীন তৎপরতায় রেল কর্তৃপক্ষ উদ্ধার কাজের পাশাপাশি ওভার হেড তার সারাই কাজ শুরু করেছে। আহত যাত্রী নাম রাহুল কুমার ও রাম শঙ্কর তারা উত্তরপ্রদেশের রায়বেরেলি এলাকার বাসিন্দা।



Be First to Comment