অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, জামুড়িয়া : জাতীয় সড়কে পথ দুর্ঘটনার বলি হলো এক সিভিক ভলেন্টিয়ার। বুধবার দুপুরে ১৯ নম্বর জাতীয় সড়কের আসানসোলের জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির জেকে নগর মোড় এলাকায় ঘটে এই ঘটনা। একটি জলের ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে চলে আসে, তাকে নিয়ন্ত্রণ করতে যায় এক সিভিক ভলেন্টিয়ার।
তখন জামুড়িয়ার সেন্ট্রাল সাতগ্রাম কোলিয়ারির বাসিন্দা রমেশ বাউরি (৩০)- কে ধাক্কা মারে। তাতে গুরুতরভাবে আহত হয় সে।পরে তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
মুহূর্তের মধ্যে এমন ঘটনায় হতচকিত হয়ে যান এলাকার বাসিন্দারা । ঘটনা প্রসঙ্গে জানা যায়, আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুরিয়ার ট্রাফিক গার্ডের সিভিক ভলেন্টিয়ার রমেশ বাউরি অন্যদিনের মতো এদিন সকাল থেকে জেকে নগর মোড় এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের কাজ করছিলেন। এলাকার বাসিন্দা প্রত্যক্ষদর্শীদের দাবি, দুপুর প্রায় ১টা নাগাদ রানিগঞ্জের দিক থেকে আসানসোলের দিকে যাওয়া একটি জল ট্যাঙ্কার হঠাৎই জে কে নগর মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারায়।

ট্যাঙ্কারটি এরপর চৌমাথা রাস্তায় প্রথমে একটি স্কুটিকে ধাক্কা মেরে। পরে ওই ট্যাঙ্কারের চালক পালাতে গিয়ে সেখানে কর্মরত থাকা রমেশ বাউরিকে ধাক্কা মারে। এই ঘটনায় গুরুতর আহত হয় রমেশ। তাঁর সহকর্মীরা পুলিশ আধিকারিকদের খবর দিলে আহত ওই সিভিক ভলেন্টিয়ারকে উদ্ধার করে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মৃত্যু হয়।
এখন দেখার সিভিক ভলেন্টিয়ারের এই মর্মান্তিক পরিণতির পর কি ব্যবস্থা নেয় পুলিশ প্রশাসন।




Be First to Comment