আসানসোল : ছেলের বিয়ের অষ্টমঙ্গলার আগের রাতে মর্মান্তিক এক পথ দূর্ঘটনায় মৃত্যু হল বাবার। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে আসানসোল দক্ষিণ থানার জিটি রোডে কুমারপুরের কাছে এলআইসি অফিসের সামনে।
আসানসোলের দক্ষিণ থানার ওয়েষ্ট আপকার গার্ডেনের বাসিন্দা মৃত ব্যক্তির নাম গৌরচন্দ্র মন্ডল (৬৩)। বৃহস্পতিবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে ওই ব্যক্তির দেহ ময়নাতদন্ত হয়। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় মন্ডল পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পুলিশ সূত্রে জানা গেছে, আসানসোলের ওয়েস্ট আপকার গার্ডেনের বাসিন্দা গৌরচন্দ্র মন্ডল ঠ্যালাগাড়িতে খাবার বিক্রি করতেন। বুধবার রাতে তিনি ওষুধ কিনতে বাড়ি থেকে বের হন। বাড়ির অদূরে এলআইসি অফিসের সামনে ওষুধের দোকান যাওয়ার জন্য তিনি রাস্তা পেরোচ্ছিলেন। সেই সময় দ্রুত গতিতে আসা একটি মোটরবাইক তাকে ধাক্কা মারে। সেই ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন।

সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে জিটি রোডের ভগৎ সিং মোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে বাড়ির লোকেরা দৌড়ে আসেন আসানসোল জেলা হাসপাতালে।
জানা গেছে, মৃত গৌরচন্দ্র মন্ডলের ছেলের বিয়ে দিন কয়েক আগেই হয়েছে। বৃহস্পতিবার ছেলের অষ্টমঙ্গলা ছিল।
পুলিশ জানায়, এই ব্যক্তি যখন বুধবার রাতে রাস্তা পার করছিলেন, তখন তাকে একটি মোটরবাইক ধাক্কা মারে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। পাশাপাশি পুলিশ মোটরবাইকটি বাজেয়াপ্ত করেছে ও আসানসোলের কুমারপুরের বাসিন্দা মোটরবাইক চালককে গ্রেফতার করেছে।




Be First to Comment