দুর্গাপুর: সিটিসেন্টার সংলগ্ন রামচাঁদ মুর্মু সরণি এলাকায় একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পাশের গুরুত্বপূর্ণ রাস্তায় দীর্ঘদিন ধরে ঘটছে পথ দুর্ঘটনা।
কারণ একটাই সেই রাস্তায় জমেছে মোড়াম মাটির স্তর। আগাছায় ভরেছে রাস্তর দুই পাস। বাইক নিয়ে যাওয়ার সময় সেই মোড়াম মাটিতে বাইকের চাকা পিছলে গিয়ে পড়তে হচ্ছে অনেককে। একাধিকবার নগর নিগমকে জানানোর পরেও কোনও সুরাহা মেলেনি। অভিযোগ, নামেই পুরসভার, মানুষকে পরিষেবা দিতে অক্ষম। তাছাড়া ২০২২ সাল থেকে পুরসভা নির্বাচন হয়নি, প্রশাসক বসিয়ে পুরসভা চালানো হচ্ছে। তারজন্যই আজ এই অবস্থা।
শেষ পর্যন্ত পথ দুর্ঘটনা রুখতে উদ্যোগী হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর ট্রাফিক পুলিশ। রবিবার সকালে সেই গুরুত্বপূর্ণ রাস্তায় বেলচা, কোদাল আর ঝাড়ু নিয়ে হাজির হয় ট্রাফিকের আধিকারিকদের সঙ্গে সিভিক ভলান্টিয়াররা। কোদাল দিয়ে মোড়াম মাটি সরাতে শুরু করেন ট্রাফিক ইন্সপেক্টর (৩) সঞ্জীব তিওয়ারী, দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সোম, ট্রাফিক আধিকারিক আলী রেজাক, তাপস গুই-সহ ট্রাফিকের আধিকারিকরা।

এরপর বেলচা এবং ঝাড়ু হাতে সেই রাস্তা পরিষ্কার করতে দেখা যায় ট্রাফিকের সিভিক ভলান্টিয়ারদেরও।



Be First to Comment