উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : গ্রামবাংলার জনপ্রিয় ঐতিহ্যবাহী খেলা ঘোড়া দৌড় প্রতিযোগিতা হয়ে গেল জয়নগরে। শুক্রবার জয়নগর ১ নম্বর ব্লকের হরিনারায়ণপুর অঞ্চলে পল্লী মঙ্গল সংঘের পরিচালনায় এবং বিধায়ক বিশ্বনাথ দাসের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় ছিল ব্যাপক উন্মাদনা।
প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন জয়নগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তুহিন বিশ্বাস, যুব কংগ্রেস সভাপতি শামিম আহমেদ ঢালী, পঞ্চায়েত প্রধান সুজাউদ্দিন শেখ, আইএনটিটিইউসি সভাপতি মাতিন হালদার ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
জয়নগর, কুলতলি, মগরাহাট, ক্যানিং সহ বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। ঐতিহ্যবাহী এই খেলা উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শক হাজির হয়েছিলেন মাঠে।





Be First to Comment