Press "Enter" to skip to content

সুন্দরবনের সজনেখালিতে গাইডদের বিক্ষোভে সমস্যায় পর্যটকেরা

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সুন্দরবন : সুন্দরবনে পর্যটক গাইডদের বিক্ষোভে সমস্যায় পর্যটকেরা।ডিসেম্বর মাস শুরু হতেই পর্যটকদের আনাগোনা বেড়ে চলেছে সুন্দরবনে। আর এই সময়ে পর্যটক গাইডদের এই বিক্ষোভ। পুরনো গাইডরা সেভাবে কাজ পাচ্ছে না। এ দিকে নতুন করে গাইড নিয়োগ করা হচ্ছে। সেই অভিযোগ তুলে এবার বিক্ষোভে নামলেন তাঁরা।

মঙ্গলবার সকাল থেকে গাইডদের এই বিক্ষোভ শুরু হয় সুন্দরবনের গোসাবার সজনেখালিতে।পুরনো গাইডদের কাজ সঠিকভাবে দেওয়া হচ্ছে না। অন্যদিকে নতুন গাইড নিয়োগ করা হচ্ছে। ফলে কাজ নিয়ে প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী দিনে কাজ কীভাবে পাওয়া যাবে?তাই নিয়ে সজনেখালিতে মঙ্গলবার সকাল থেকেই কর্মবিরতি পালন করে গাইডরা।নতুন করে গাইড নিয়োগের বিরোধিতা করে আন্দোলন শুরু করলেন সুন্দরবনের গাইডরা।এদিন এই আন্দোলনে শামিল হন শতাধিক গাইড। নদীর পাড়ে বসেই তাঁরা বিক্ষোভ করেন। কোনওভাবেই কাজকর্ম হচ্ছে না।

তাঁরা জানালেন, তাদের সরিয়ে এভাবে নতুন নিয়োগ করা চলবে না।তাঁদের কাজের বিষয়টি নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।শীতের শুরুতেই সুন্দরবন ভ্রমণের জন্য বহু পর্যটক গিয়েছেন। কিন্তু গাইড না থাকায় সমস্যায় পড়েছেন তাঁরা। মঙ্গলবার সকাল থেকে পর্যটকদের কোনও লঞ্চ,বোটে উঠছেন না গাইডরা। সজনেখালি পর্যটন কেন্দ্রেও চলছে বিক্ষোভ।

বিক্ষোভকারী গাইডদের দাবি, সারা বছর ধরেই তাঁরা সেভাবে কাজ পান না। দিনে পাঁচ, সাত জন করে কাজ পান। এই পর্যটন মরশুমেও সেভাবে কাজ মিলছে না। এদিকে, বনদপ্তর নতুন করে শতাধিক গাইড নিয়োগ করছে। আগে শুধু সজনেখালি পয়েন্ট থেকেই সুন্দরবন ভ্রমণের এন্ট্রি হত।ফলে এখান থেকেই পর্যটকদের সঙ্গে গাইডও রওনা দিতে পারতেন। কিন্তু এখন অন্যান্য অনেক জায়গা থেকেই গাইডরা পর্যটকদের সঙ্গে জুড়ে যাচ্ছে। ফলে এই সজনেখালির গাইডরা কাজ হারাচ্ছেন। সেই কারণেই এই বিক্ষোভ।

তাঁদের দাবি, কাজ নিশ্চিত করে নতুন গাইড নিয়োগ হোক।আর এই ঘটনার জেরে এদিন অচলাবস্থা দেখা দিয়েছে সুন্দরবন পর্যটনে।ভরা এই মরশুমে পর্যটন শিল্প মার খাবার আশংকায় এলাকার মানুষ।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *