উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: সরস্বতী পুজোর দিনে এক নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় চাঞ্চল্য ছড়াল কুলতলির মৈপীঠ উপকূল থানা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,রবিবার সরস্বতী পুজোর দিন টোটোর মধ্যে একা পেয়ে ১২ বছরের এক নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানি করে এক টোটো চালক। ওই টোটোচালক নাবালিকাকে অন্যত্র তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। নাবালিকার চিৎকারে স্থানীয় মানুষ এসে তাকে উদ্ধার করে এবং টোটো চালককে পোস্টে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়।
জানা যায়, মৈপীঠ উপকূল থানার ভুবনেশ্বরী থেকে ১২ বছরের এক নাবালিকা ছাত্রী টোটোতে চেপে আত্মীয়ের বাড়ি ভাষা গুড়গুড়িয়া এলাকায় যাচছিল। টোটোতে ওই ছাত্রী একা থাকায় টোটো চালক তাঁর সঙ্গে চরম দুর্ব্যবহার করে। এবং টোটো থামিয়ে অন্যত্র তুলে নিয়েযাওয়ার চেষ্টা করে।তখন কোনক্রমে টোটো থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে যায় সে। সেখানে স্থানীয় লোকজন ছুটে এসে মেয়েটিকে উদ্ধার করে ও টোটোর চালককে ধরে ফেলে।তাঁর পরে তাকে পোস্টে বেঁধে চর থাপ্পড় মারে।

টোটো চালকের বাড়ি কুলতলি থানার কুন্দখালী এলাকায়।এর পরে মৈপীঠ উপকূল থানার পুলিশ এসে ঐ টোটো চালককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ধৃত টোটো চালককের নাম আলতাফ সেখ।ধৃতকে সোমবার মৈপীঠ উপকূল থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।




Be First to Comment