Press "Enter" to skip to content

সুন্দরবনকে বাঁচাতে এ বারে তাল ও কেওড়ার বীজ রোপণ

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন : সুন্দরবনকে বাঁচাতে এবার তাল ও কেওড়া ফলের বীজ রোপণ করা হল সুন্দরবনে। মঙ্গলবার সুন্দরবনের গোসাবা ব্লকের আমতলী গ্রাম পঞ্চায়েতের মৌখালী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র সংলগ্ন নদীর ধারে এই বীজ রোপণ করা হয়।

এই উপলক্ষে একটি অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল, বোলপুর শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের স্বামী নির্মল মহারাজ, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মন্ডল,জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক, গোসাবা পঞ্চায়েত সমিতির সভাপতি নীলিমা মন্ডল, গোসাবার বিডিও বিশ্বরুপ বিশ্বাস, সুন্দরবন উপকূল থানার ওসি মিজানুর রহমান সহ আরো অনেকে।

এদিন জয়নগরের সাংসদ বলেন, সুন্দরবনকে বাঁচাতে গেলে তাল কেওড়া সহ একাধিক সুন্দরী গাছ বসানোর প্রয়োজন আছে।আর সুন্দরবনকে বাঁচাতে গেলে এই গাছগুলোকে বাঁচাতে হবে আমাদের। ম্যানগ্রোভ নষ্ট হতে দেওয়া যাবে না। ম্যানগ্রোভ ধ্বংসকারীদের আটকাতে পারে একমাত্র সুন্দরবনের মানুষই,তাই চোরা শিকারিদের হাতে ম্যানগ্রোভ ধ্বংস হতে দেবেন না,দরকারে রুখে দাঁড়ান,প্রশাসন আপনাদের পাশে আছে।সুন্দরবন বাঁচলে আমরা বাঁচব, আর সুন্দরবনকে বাঁচানোর খুব প্রয়োজন।তাছাড়া সুন্দরবনের নদী ভাঙন আটকাতে গেলে ম্যানগ্রোভ গাছের বিকল্প কিছু নেই, তাই এই জাতীয় গাছের প্রয়োজন আরো বাড়ছে।বাড়ছে বিশ্ব উষ্ণায়ন আটকাতে ও বৃক্ষ রোপণের প্রয়োজনও।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *