প্রবোধ দাস, পুরুলিয়া: লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ, বৃহস্পতিবার মানবাজার বিধানসভার পুঞ্চা ব্লকে তৃণমূলের কর্মীসভা অনুষ্ঠিত হল।
সহ-সভাধিপতি ও চেয়ারম্যান সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, “পুঞ্চা ব্লকের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে, যে মতবিরোধ রয়েছে, তা শেষ করতে হবে। তা না হলে পুঞ্চা ব্লকের অর্থাৎ মানবাজার বিধানসভার লিড ভালো হবে না। মনে রাখবেন যেখানে সুজয় বন্দ্যোপাধ্যায় ও স্বপন বেলথরিয়ার মতবিরোধ মিটে যেতে পারে, সেখানে আপনাদের কেন মিটবে না। আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি এই মতবিরোধ আপনারা মিটিয়ে নেন। তা না হলে বিজেপি ও সিপিএম মুনাফা লুটবে। তাই এই লোকসভা নির্বাচনে আমরা সকলে এক হয়ে শক্ত হাতে পুঞ্চা ব্লকের তথা মানবাজার বিধানসভা থেকে ব্যাপক সংখ্যক লিড দিয়ে আমাদের দিদির মনোনীত প্রার্থী শান্তিরাম মাহাতোকে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারব।”
এ দিনের কর্মীসভায় উপস্থিত ছিলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী শান্তিরাম মাহাতো, রাজ্যের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু, দলীয় পর্যবেক্ষক তন্ময় ঘোষ, জেলা সভাধিপতি নিবেদিতা মাহাতো, বিধায়ক সুশান্ত মাহাতো, জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া, সংগঠনের সভাপতি সভাপতি উজ্জ্বল কুমার ও প্রাক্তন জেলা সভাপতি গুরুপদ টুড, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো, পুঞ্চা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি, যুব সভাপতি, চরণ পাহাড়ি দাস-সহ কর্মীরা।
Be First to Comment