উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : ভোটের ফলাফল প্রকাশের পর থেকে বিরোধী দল থেকে শাসক দলে যোগদান লেগে রয়েছে। আর এবার মথুরাপুরের নব নির্বাচিত সাংসদ বাপি হালদারের হাত ধরে বিরোধী দলের চারজন তৃণমূলে যোগ দিলেন।
গত পঞ্চায়েতে মথুরাপুর ১ নং ব্লকের কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতে বিজেপি ও সিপিআইএম মিলে বোর্ড গঠন করে ছিল।ভোটের আগে বিজেপির এক সদস্য তৃণমূলে যোগ দিয়েছিলেন। আর শুক্রবার কৃষ্ণচন্দ্রপুরে নাগরিক সমাজের উদ্যোগে বাপি হালদারের এক সংবর্ধনা অনুষ্ঠানে কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতের এক জন বিজেপি সদস্য, এক জন সিপিএমের সদস্য ও দুজন নির্দল সদস্য নব নির্বাচিত সাংসদের হাত থেকে তৃনমূলের পতাকা তুলে নেন। আর তার ফলে এই পঞ্চায়েতে সংখ্যা গরিষ্ঠ হয়ে গেল তৃণমূল।
শাসক দলে যোগ দিয়ে এদিন বিরোধী দলের চার জন সদস্য বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে এলাকার উন্নয়নের কাজ করতে চাই।” এদিন সাংসদ বাপি হালদার বলেন, “মানুষ বিরোধীদের কুৎসা, ভাওতা বুঝতে পেরে গেছে।তাই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সামিল হতে ওঁরা তৃণমূলে যোগ দিলেন।”

তিনি এও বলেন, “আমি মানুষের পাশে আছি এবং থাকব। এছাড়াও যেখানে রাস্তাঘাট হয়নি এবং নদী বাঁধ মেরামত হয়নি সেই সব দিকে আমি নজর দেবো। এবার সুন্দরবনে উন্নয়নে জোয়ার আমি বইয়ে দেব।”



Be First to Comment