Press "Enter" to skip to content

শত্রুঘ্ন সিনহার নামে আসানসোলে দেওয়াল লিখন শুরু তৃণমূলের

দেওয়াল লিখন শুরু। নিজস্ব ছবি

নিজস্ব সংবাদদাতা, আসানসোল: লোকসভা ভোটকে সামনে রেখে আসানসোল শিল্পাঞ্চলে তড়িঘড়ি দেওয়াল লিখন শুরু করে দিলেন তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা।

২০২৪-এর লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। প্রার্থী তালিকাও প্রকাশ হয়নি কোন দলেরই তরফে। কিন্তু দিন কয়েক আগে কলকাতার ধর্নামঞ্চে পশ্চিম বর্ধমান জেলা তৃণমুল কংগ্রেস নেতৃত্বকে দলের সাংগঠনিক বৈঠকে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, না কি এবারও আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হচ্ছেন শত্রুঘ্ন সিনহাই। পরে আসানসোলে রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটকও সংবাদ মাধ্যমকে সেই কথা জানান। স্বাভাবিক ভাবেই এই কথা জানার পরে শুরু দেওয়াল লিখন।

রবিবার সন্ধ্যায় আসানসোল পুরনিগমের ৬০ নম্বর ওয়ার্ডের কুলটির নিয়ামতপুরে দলের প্রার্থীর নামে দেওয়াল লিখন করলেন কাউন্সিলর তথা মেয়র পারিষদ ইন্দ্রানী মিশ্র। তাঁর সঙ্গে ছিলেন ওয়ার্ডের নেতা ও কর্মীরা।
এই প্রসঙ্গে মেয়র পারিষদ বলেন, “দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোল লোকসভা কেন্দ্রের জন্য দলের প্রার্থী হিসেবে শত্রুঘ্ন সিনহার নাম কলকাতার বৈঠকে বলে দিয়েছেন। তাই আমরা এ দিন দেওয়াল লেখা শুরু করলাম।”

বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, “তৃণমুল কংগ্রেস সারা বছর পড়াশোনা করে। আর যারা ঠিক মতো পড়াশোনা করে, তারা বছর শেষে ভালো নম্বর পেয়ে পরীক্ষায় পাশ করে। আর যারা সারা বছর পড়াশোনা না করে, পরীক্ষায় বসে, তাদের কি হয় সবাই জানে।”

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *