অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, দুর্গাপুর: দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের পরে রাজ্য রাজনীতিতে প্রতিবাদ ওঠে। তৃণমূল শিবিরের পক্ষ থেকে একের পর এক নেতা-মন্ত্রী বিজেপির প্রার্থী দিলীপ ঘোষের বক্তব্যের সমালোচনায় সরব হন।
দুর্গাপুরের বিভিন্ন ব্লকে তৃণমূল শাসক দলের কর্মীরা আন্দোলনে নামেন। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে দুর্গাপুরের কাইজার মোড় থেকে প্রান্তিকা পর্যন্ত প্রতিবাদ মিছিল আয়োজিত হয়। ওই মিছিলে নেতৃত্ব দেন বর্ধমান জেলার তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী অসীমা চক্রবর্তী। মিছিল শেষে দিলীপ ঘোষের কুশপুত্তলিকা দাহ করেন জোড়াফুল শিবিরের মহিলা নেত্রী ও কর্মীরা ।
তাঁদের বক্তব্য, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং প্রাক্তন সাংসদ আজ মহিলা মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন।
তিনি বাংলার সমগ্র নারী জাতিকে অপমান করেছেন। বাংলার মানুষ এর জবাব দেবেন ভোট বাক্সে। এই ঘটনার প্রতিবাদ ততদিন পর্যন্ত চলবে যতদিন না দিলীপ ঘোষ নিঃশর্ত ক্ষমা চাইছেন ।
অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ হওয়ার পর তৃণমূল নির্বাচনে জেতার বিষয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে, তাই দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যকে হাতিয়ার করে নির্বাচনী প্রচারে ঝড় তুলতে চাইছে তৃণমূল । তাতে যতটা সম্ভব বিজেপির বিরুদ্ধে ভোটারদের মনে দাগ কাটতে চাইছে তৃণমূল ।
আরও পড়ুন: বিতর্কিত মন্তব্য দিয়েই প্রচার শুরু দিলীপের, মুখ্যমন্ত্রীর নাম না করে শোনালেন ‘কুকথা’
Be First to Comment