Press "Enter" to skip to content

উপনির্বাচনের লিড ধরে রাখাই লক্ষ্য, পাণ্ডবেশ্বরের গ্রামে শত্রুঘ্ন সিনহার সমর্থনে প্রচার শুরু বিধায়কের

কোলফিল্ড টাইমস সংবাদদাতা, পাণ্ডবেশ্বর: বাংলা নববর্ষের সকালে আসানসোল লোকসভা কেন্দ্রের পাণ্ডবেশ্বর বিধানসভার গ্রামে গ্রামে প্রচার শুরু করলেন বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমুল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।

পাণ্ডবেশ্বর বিধানসভা আসানসোল লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার অন্যতম চর্চিত নাম। এই পাণ্ডবেশ্বর বিধানসভা ২০২২ সালের লোকসভা উপনির্বাচনে ১ লক্ষ ভোটের লিড দিয়েছিল তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে। তাই এ বারেও সেই টার্গেট ধরে রাখতে মরিয়া পাণ্ডবেশ্বর।

১ লক্ষ ভোটের লিড পাওয়ার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নাম দেন “লক্ষ্য নরেন”।

সেই টার্গেট ধরে রাখতেই এবার গ্রামে গ্রামে দরজায় দরজায় প্রচার শুরু করলেন বিধায়ক নিজে। এদিন তিনি পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের শ্রীকৃষ্ণপুর গ্রামে যান।

প্রথমে স্থানীয় ধর্মরাজ মন্দিরে পুজো দেন। এরপর গ্রামের প্রতি বাড়ি বাড়ি গিয়ে প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে প্রচার করেন।

এই প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “এটা কোনো প্রচার নয়। পাণ্ডবেশ্বর বিধানসভায় প্রচারের প্রয়োজন পড়ে না। সারা বছর প্রতিটি মানুষের সুখে-দুখে আমরা রয়েছি। তৃণমূল কংগ্রেস কোন ভোট পাখি নয় যে শুধু ভোটের সময় আসবে।”

দিদির প্রত্যেকটা প্রকল্প, এই গ্রামের সাধারণ মানুষেরা পাচ্ছেন কিনা তারই খোঁজখবর নেওয়ার জন্য আমার এই আসা।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *