Press "Enter" to skip to content

টাকা বিলি করছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক? নির্বাচন কমিশনে নালিশ শুভেন্দুর

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, কলকাতা: রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক টাকা বিলি করছেন। সাধারণ মানুষকে প্রলোভন দেখাচ্ছেন। লোকসভা নির্বাচনের আবহে এমনটাই গুরুতর অভিযোগ তুললেন বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

গত শনিবার লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। সাত দফায় ভোট হবে বাংলায়। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে জারি হয়ে যায় আদর্শ আচরণবিধি। এমন পরিস্থিতিতে ভোটারদের টাকা দিয়ে প্রলোভন দেখানো যায় না। এরই মধ্যে শুভেন্দু অধিকারীর অভিযোগ অনুযায়ী, এমনই কাজ করেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি পাণ্ডবেশ্বরের বিধায়ক। তিনি অবশ্য় লোকসভায় প্রার্থী হননি। নির্বাচন কমিশনে তাঁর বিরুদ্ধে নালিশ করেছেন শুভেন্দু।

বিষয়টি নিয়ে নিজের এক্স (আগের টুইটার) হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু। সেই ভিডিও নিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ করেছেন বিজেপি নেতা। বুধবার তিনি লিখেছেন, “আমি আর্জি জানাচ্ছি যে দয়া করে আপনারা পদক্ষেপ করুন। আদর্শ আচরণবিধি লঙ্ঘনের করে পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেস বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জনগণের মধ্যে টাকা বিলি করছেন। এই অভিযোগের প্রেক্ষিতে উপযুক্ত পদক্ষেপ করুন।”

এ ধরনের কাজের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন বিরোধী দলনেতা। ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিধায়ক একটি অনুষ্ঠানে যোগ দিয়ে অন্যদের হাতে কিছু তুলে দিচ্ছেন। তবে, এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি অনলাইন কোলফিল্ড টাইমস। এই ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে। বিষয়টি এখন জোর চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *