‘জনগর্জন সভা’র প্রস্তুতি সভায় সায়ন্তিকা। ছবি: প্রতিবেদক
প্রবোধ দাস, পুরুলিয়া: আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ব্রিগেডে ‘জনগর্জন সভা’র ডাক দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। বৃহস্পতিবার তারই প্রস্তুতি সভা হয়ে গেল পুরুলিয়া জেলার রঘুনাথপুর-১ ব্লকের মধুতটি লাইব্রেরি ময়দানে, ও রঘুনাথপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নতুন বাস স্ট্যান্ড মোড়ে।
এ দিন নতুন বাস স্ট্যান্ড মোড়ের সভায় অভিনেত্রী সায়ন্তিকা বন্দোপাধ্যায় বলেন, “বিজেপি হচ্ছে জঞ্জাল পার্টি, ঝামেলার পার্টি। সবকা সাথ সবকা বিকাশ, না করে নিজের বিকাশ করেছে। দেখবেন এরা আপনাদের দুয়ারে আসবে, ভোট ভিক্ষা করতে, আপনারা উপযুক্ত জবাব দেবেন এদের। পুরুলিয়া-বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসই জিতবে। আর বিজেপি হারবে।”
সায়ন্তিকা আরও বলেন, আপনারা সকলেই জানেন, “আগামী ১০ মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন বিগ্রেড চলো, আর আমরা সকলে মিলে সেই দিদির ডাকা সভাকে জনসমুদ্রে পরিণত করব , এবং মোদীকে দেখিয়ে দেব বাংলার মুখ্যমন্ত্রীর ক্ষমতা। আপনারা জানেন কেন্দ্রে এমন একটি সরকার চলছে সেই সরকারের নাম আমরা দিয়েছি জুমলা সরকার, মিথ্যাবাদী সরকার। সামনের লোকসভা নির্বাচন আর তাই তারা নাটকীয় ভাবে দেখবেন আপনাদের এলাকায় ভোট ভিক্ষা করতে আসবেন , তাদের মুখে বড় বড় বুলি, মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই নেই। আর আমাদের জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই করেন, আপনারা প্রশ্ন করবেন যে আপনারা মানুষের জন্য কী করেছেন, আর মা মাটি মানুষের সরকার মানুষের জন্য যা যা করেছে তা তো আপনারা জানেনই। বিজেপির নেতারা বলে আমরা নাকি গরিব সরকার। হ্যাঁ আমরা গরিব সরকার কিন্তু আপনাদের মতো গরিবের ১০০ দিনের টাকা আটকে রেখে গরিবকে ভাতে মারার চেষ্টা করিনি। উল্টে আমাদের গরিব সরকারই গরিব মানুষের চোখের জল মুছেছে, ১০০ দিনের টাকা তাদের দিয়েছে, মা-বোনদের লক্ষী ভাণ্ডারের টাকা বাড়িয়ে দিয়েছে। আর তোমরা কী করেছ। তোমরা শুধু পুঁজিপতিদের কোটি কোটি টাকা লুট করতে সহযোগিতা করেছ। তাই আপনারা উপযুক্ত জবাব দেবেন ভোটে।”
মধুতটি সভায় উপস্থিত ছিলেন জেলা সভানেত্রী সুনিতা সিং মল্ল , জেলা সম্পাদক হাজারি বাউরি , মাইনোরেটি সেলের জেলা সভাপতি সাদ্দাম আনসারী, যুব সভাপতি হিমাংশু মণ্ডল, রঘুনাথপুর-১ ব্লক সভাপতি মিহির বাউরী-সহ অন্যরা এবং রঘুনাথপুর শহর তৃণমূল কংগ্রেসের সভায় উপস্থিত ছিলেন কো- মেন্টর জয় বন্দ্যোপাধ্যায়, রঘুনাথপুর পুরপ্রধান তরুণী বাউরী, শহর সভাপতি বিষ্ণু মেহতা-সহ অন্যরা।
Be First to Comment