Press "Enter" to skip to content

কুলটিতে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দু’দিন আগে চরম অস্বস্তিতে জেলা নেতৃত্ব

ফেসবুক লাইভে বেআইনি কাজ নিয়ে কাউন্সিলারকে আক্রমণ ব্লক সম্পাদকের, পাল্টা জবাব…

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, কুলটি : লোকসভা নির্বাচনের ফল বের হবে আগামী মঙ্গলবার ৪ জুন। আর তার ঠিক দুদিন আগে রবিবার ফেসবুক লাইভ সামাজিক মাধ্যমে ব্লক পদাধিকারী তৃণমূল কংগ্রেস নেতার বিতর্কিত মন্তব্য ঘিরে তোলপাড় ।

মনোতোষ মুখোপাধ্যায় নামে ওই নেতা সরাসরি আক্রমণ করেছেন দলেরই কাউন্সিলর মুনমুন মুখোপাধ্যায়কে। এরপরই পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা বা ব্লক এলাকায় তৃনমুল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল আরও একবার প্রকাশ্যে চলে এলো। গোটা বিষয়টি নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্ব।

ইতিমধ্যেই গোটা বিষয়টি দলের জেলা চেয়ারম্যান তথা কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়ের কানে গেছে। তিনি দু’জনকেই গোটা বিষয়টি নিয়ে কথা বলার জন্য ডেকে পাঠিয়েছেন বলে জানা গেছে। রবিবার ফেসবুক লাইভে আসানসোল পুরনিগমের কুলটি এলাকার ১৬ নম্বর ওয়ার্ডের দলেরই কাউন্সিলার মুনমুন মুখোপাধ্যায়ের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক মনোতোষ মুখোপাধ্যায়। তিনি সামাজিক মাধ্যমে সরাসরি বলেন, এলাকায় কয়লা সহ অবৈধ ব্যবসায় মদত রয়েছে ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলারের।

তাঁর দাবি, এলাকায় অবৈধ ব্যবসা চলছে। আর তা যে কাউন্সিলারকে বাদ দিয়ে হয়না, তা সবাই জানে। কাউন্সিলারের সঙ্গে বিজেপির গোপন আঁতাত রয়েছে বলে মনোতোষ মুখোপাধ্যায় বলেছেন। পরে, তিনি সংবাদ মাধ্যমের কাছেও একই বক্তব্য দেন। এদিকে তার বিরুদ্ধে দলের ব্লক সম্পাদকের এই অভিযোগকে হাস্যকর ও ভিত্তিহীন বলে অস্বীকার করেন কাউন্সিলার মুনমুন মুখোপাধ্যায়।

তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ওই নেতার পরিচয় কি আর তিনি কি করেন, তা সবাই জানেন। যখন তার কোনও স্বার্থসিদ্ধি ঘটেনা এবং স্বার্থসিদ্ধির ব্যাঘাত ঘটে তখন তিনি এই রকম একটা ফেইসবুক লাইভ করেন। তিনি বলেন, বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানিয়েছি। আগেও তার নামে ব্লক ও জেলা নেতৃত্বকে বলেছিলাম। কাউন্সিলর বলেন, এতে আমার সম্মান হানি করা হয়েছে। এই বিষয়ে অভিযোগ কুলটি থানায় জানিয়েছি। সাইবার থানাতেও অভিযোগ জানাবো। পাশা পাশি, মানহানির মামলা করা যায় কিনা, তা নিয়ে আইনজীবীর সঙ্গে কথা বলছি।

এদিকে এই প্রসঙ্গে বিজেপি নেতা টিঙ্কু বর্মা বলেন, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসার প্রধান কারণ হল লোকসভা নির্বাচনে এই ১৬ নম্বর ওয়ার্ড থেকে আমরা লিড পাচ্ছি। তার ভয়ে কাউন্সিলার ও তার সঙ্গীসাথীরা নিজেরা একে অপরের প্রতি অভিযোগ করে দেখাতে চাইছে আমি হারিনি ও হারিয়েছে। কারণ ওই দলটা তো একটা কোম্পানি। দলে তো শৃঙ্খলা বলে কিছু নেই।

বিজেপি নেতার আরও দাবি, আসানসোল লোকসভা কেন্দ্রে আমরা জয়লাভ করছি। তবে যাই হোক না কেন, লোকসভা নির্বাচনের ফলের আগে শাসক দলের গোষ্ঠী কোন্দল ও দলের নেতার বিতর্কিত মন্তব্যে আসানসোল জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *