,প্রবোধ দাস, পুরুলিয়া: ভ্যাপসা গরমে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতো নির্বাচনী প্রচার সাjলেন । প্রথমে তিনি পারা বিধানসভার আনারা শিব মন্দিরে পুজো দেন, তারপরে ঝাপড়া গ্রামে নির্বাচনী প্রচার সেরে পাড়া গ্রামে প্রচার করার পর পারা কমিউনিটি হলে কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন।
কর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজন করেন তৃণমূল প্রার্থী। চেলিয়ামা বাজারে নির্বাচনী প্রচার সেরে বররা হাইস্কুলে জনসভা করেন।
এই নির্বাচনী প্রচার উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি নিবেদিতা মাহাতো, প্রাক্তন সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার, সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সাদ্দাম আনসারী, পাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি উমাপদ বাউরী, পারা পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার ও পারা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পুলক বন্দ্যোপাধ্যায়-সহ রঘুনাথপুর-২ ব্লকের সভাপতি সঞ্জয় মেহেতা, প্রাক্তন ব্লক সভাপতি বরেন মেহেতা-সহ অন্যরা।





Be First to Comment