উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কুলতলি : আবার সুন্দরবনের কুলতলিতে বাঘের পায়ের ছাপকে ঘিরে এবার আতঙ্কের পরিবেশ তৈরি হল।
লোকালয়ে আবার বাঘের আতঙ্কে গ্রামবাসীরা।শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের কুলতলি ব্লকের দেউলবাড়ি দেবীপুর পঞ্চায়েতের দেউলবাড়ি গ্রামে বাঘের পায়ের টাটকা ছাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। গ্রামে বাঘ ঢুকেছে সন্দেহ করে তাঁরা খবর দেন কুলতলি থানায় এবং চিতুরি বিট অফিসে।খবর পেয়ে দেউলবাড়ি গ্রামে যায় চিতুরি বিট অফিসের কর্মীরা এবং কুইক টাইগার রেসকিউ টিমের কর্মীরা।বাঘের পায়ের ছাপ অনুসরণ করে বনকর্মীরা নিশ্চিত হন, ঝোপের মধ্যেই বাঘটি লুকিয়ে রয়েছে। বন দপ্তরের এক আধিকারিক বলেন,সাধারণত বছরের এই সময়ে বাঘ লোকালয়ে ঢোকে না।
বনকর্মীদের অনুমান,সম্ভবত নদী পেরিয়ে বাঘটি ভুল করে লোকালয়ে ঢুকে পড়েছে।এদিকে বাঘের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই আশে পাশের এলাকা থেকে মানুষ ভিড় জমাতে শুরু করেন । গ্রামের বাসিন্দাদের নিরাপত্তার জন্য কুলতলি থানার পুলিশ এলাকা ঘিরে রেখেছে।বনদপ্তরের তরফে জানানো হয়েছে,বাঘটি যাতে লোকালয়ের ভিতরে প্রবেশ না করতে পারে, তার জন্য এলাকার চারপাশ জাল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে।

কুলতলি থানার পুলিশ এদিন মাইকে স্থানীয় মানুষদের সতর্ক করেন। বিশেষত ঝোপ বা নির্জন এলাকায় না যাওয়ার অনুরোধ জানানো হয়।এখনো এলাকায় টহল আছেন বনকর্মী ও পুলিশ কর্মীরা।বাঘটিকে নিরাপদে জঙ্গলে পাঠাতে তৎপর হয়েছে বনদপ্তর।তবে বারবার বাঘ লোকালয়ে আসছে কেন তা নিয়েই সন্দিহান বন দফতর।



Be First to Comment