বারাবনি : আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনি থানার পুলিশ বৃহস্পতিবার অনেক রাতে অভিযান চালিয়ে অজয় নদ থেকে বালি তুলে পাচারের সময় হাতে নাতে পাকড়াও করল তিনটি ট্রাক্টরকে। গ্রেফতার করা হয় তিনটি ট্রাক্টরের তিন চালককে।
জানা গেছে, বৃহস্পতিবার অনেক রাতে বারাবনি থানার পুলিশ কাপিষ্ঠা – জামগ্রাম রাস্তায় অন্য দিনের মতো টহল দিচ্ছিল। সেই সময় তিনটি ট্রাক্টর বালি বোঝাই করে অজয় নদ থেকে রাস্তায় উঠে। পুলিশ হাতেনাতে ধরে বালি বোঝাই তিনটি ট্রাক্টরকে।
পুলিশ ট্রাক্টরের চালকদের কাছ থেকে সেই বালির বৈধ চালান দেখতে চায়। কিন্তু তারা পুলিশকে বালির জন্য বৈধ চালান দেখাতে পারেনি। এরপর তিনজন চালককে পুলিশ গ্রেফতার করে বারাবনি থানায় নিয়ে আসা যায় । একইভাবে বালি বোঝাই তিনটি ট্রাক্টরকে পুলিশ হেফাজতে নেয়। শুক্রবার সকালে ধৃত তিন চালককে আসানসোল আদালতে তোলা হয়।
এই ঘটনা থেকে প্রমাণিত, অজয় এবং দামোদর নদ থেকে বালি পাচার আজও বন্ধ হয়নি, বরং পুরোদমে চলছে বিভিন্ন কৌশলে । পুলিশ সব জানে কিন্তু তাদের কিছু করার নেই নেতাদের মদত থাকায় । এতে পুলিশেরও লাভ ‘তোলা ‘ পেয়ে । মাঝে মধ্যে ধরপাকড় করতে হয় উপর মহলের চাপে ।
Be First to Comment