আসানসোল : শ্রমিকদের বিভিন্ন দাবির সমর্থনে বুধবার আসানসোলে রবীন্দ্র ভবনের সামনে শ্রমিক সংগঠন এআইইউটিইউসি ও এআইসিসিটিইউর পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয়।
এর পাশাপাশি, ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি দিল্লিতে হতে চলেছে এআইসিসিটিইউয়ের ১১তম সর্বভারতীয় সম্মেলন। এই সম্মেলনের মাধ্যমে, শ্রমিকদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগঠনের পক্ষ থেকে আবেদন করা হয়। এর মাধ্যমে সংগঠনের তরফে কেন্দ্রীয় সরকারের নতুন শ্রমবিধি বাতিলের দাবি জানায়।
তারা যে তিনটি আইন তৈরি করা হয়েছে তা বাতিল করারও দাবি করে। প্রতি মাসে ন্যূনতম বেতন ৩৫০০০ টাকা এবং পেনশন ৯০০০ টাকা করার দাবি জানানো হয়। ন্যূনতম মজুরি কঠোরভাবে বাস্তবায়নের দাবিও জানানো হয়।

সংগঠনটি দাবি করে, শ্রমিকদের ১২ ঘন্টা কাজ করতে বাধ্য করা যাবে না। এর সাথে সাথে, সংগঠনটি আরও দাবি করে, অনেক প্রতিষ্ঠান তাদের কর্মীদের ভবিষ্য তহবিলে কোম্পানির অংশ সময়মতো জমা না দেয়। এমন পরিস্থিতিতে, নতুন আইনে কোম্পানির উপর জরিমানার পরিমাণ ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তারা এই আইন বাতিল করার দাবি জানিয়েছে।
একইভাবে, তারা বিভিন্ন প্রকল্পে কর্মরত কর্মীদের শ্রমিক মর্যাদা দেওয়ারও দাবি জানায়। তাদের ন্যূনতম মজুরি ও সামাজিক সুরক্ষা প্রদানেরও দাবি জানানো হয়। এর সাথে বেকারত্ব দূর করার দাবি জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে বলা হয় যে এই ধরণের কিছু দাবির সমর্থনে আগামী ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি দিল্লিতে ১১তম সর্বভারতীয় সম্মেলন আয়োজন করা হয়েছে।




Be First to Comment