জলপাইগুড়ি: জাল নথি ব্যবহার করে একাধিক সিম কার্ড চালুর অভিযোগে জেলার বিভিন্ন এলাকা থেকে তিন জনকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযোগ, এই সিম কার্ডগুলির মাধ্যমে নানা সাইবার অপরাধ চালানো হত। ধৃত ব্যবসায়ীদের কাছ থেকে ৩৫টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
এছাড়াও, পুলিশ বায়োমেট্রিক ডিভাইস ও পিওএস মেশিন উদ্ধার করেছে। অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় জানিয়েছেন, জেলায় এখন পর্যন্ত দেড় শতাধিক জাল সিম কার্ড সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। ধৃতদের আজ আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।




Be First to Comment